Advertisement
প্রযুক্তি

রাত পোহালেই লঞ্চ হবে সবচেয়ে সস্তার ভেরিয়েন্ট Mahindra Thor এসইউভির! দাম শুনলে আপনিও অবাক হবেন

বড়ো চমক হিসেবে নতুন বছরে আসতে চলেছে মাহিন্দ্রার Thar SUV-র একটি নতুন সস্তা ভ্যারিয়েন্ট। নতুন কালার অপশন যোগ ছাড়াও আলাদা রকমের ইঞ্জিন-সহ একগুচ্ছ পরিবর্তন করা হবে এতে। সংস্থার তরফ থেকে এই মাহিন্দ্রা থরের সেই টু-হুইল ড্রাইভ (2WD) ভ্যারিয়েন্টের প্রচারপত্র অর্থাৎ ব্রোসার প্রকাশ করা হয়েছে। গাড়িটির দাম আনুষ্ঠানিক ভাবে জানানো হবে ৯ই জানুয়ারি।

প্রথমেই বলা ভালো এই টু-হুইল ড্রাইভ ভ্যারিয়েন্ট কিন্তু আক্ষরিক দিক থেকে পূর্ববর্তী সংস্করণের মতোই, তবে এতে 4×4 ব্যাজ অনুপস্থিত। এবারে থর আসছে দুটি নতুন রঙের কম্বিনেশন- ব্লেজিং ব্রোঞ্জ এবং এভারেস্ট হোয়াইট। তাছাড়াও এই 2WD সংস্করণটিতে রয়েছে হার্ড টপ রুফ (Roof)। মাহিন্দ্রার জনপ্রিয় এসইউভি মডেল XUV300-তে ব্যবহৃত ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে সস্তা থর।

মাহিন্দ্রা থরের 2WD ও 4WD-র মধ্যে পার্থক্য কী? সেই নিয়েও নানান প্রশ্ন ওঠে। নতুন সস্তা সংস্করণে চালিকাশক্তি জোগাবে সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স যুক্ত ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ১১৭ বিএইচপি আউটপুট মিলবে। অন্য দিকে 4×4 সংস্করণটিতে রয়েছে ২.২ লিটারের সিক্স স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন সমৃদ্ধ ইঞ্জিন। তবে 2WD এবং 4WD উভয় ভার্সনেই ২.০ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন বিকল্প হিসাবে উপলব্ধ। সঙ্গে থাকবে ৬ স্পিডযুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স অথবা টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম।

এই মুহূর্তে ১৩.৫৯ লাখ টাকা থেকে শুরু হচ্ছে মাহিন্দ্রা থরের ফোর হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টগুলির এক্স শোরুম মূল্য। ১৬.২৯ লাখ টাকা দাম রাখা হয়েছে টপ মডেলটির। তবে লক্ষণীয়ভাবে দাম বেশ কম হবে Mahindra Thor 2WD এর। ১০ লক্ষ টাকার আশেপাশে শুরু হতে পারে এক্স শোরুম প্রাইস। Force Gurkha এবং শীঘ্রই লঞ্চ হতে চলা Maruti Suzuki Jimmy এর সাথে টক্কর নেবে এটি।
বড়ো চমক হিসেবে নতুন বছরে আসতে চলেছে মাহিন্দ্রার Thar SUV-র একটি নতুন সস্তা ভ্যারিয়েন্ট। নতুন কালার অপশন যোগ ছাড়াও আলাদা রকমের ইঞ্জিন-সহ একগুচ্ছ পরিবর্তন করা হবে এতে। সংস্থার তরফ থেকে এই মাহিন্দ্রা থরের সেই টু-হুইল ড্রাইভ (2WD) ভ্যারিয়েন্টের প্রচারপত্র অর্থাৎ ব্রোসার প্রকাশ করা হয়েছে। গাড়িটির দাম আনুষ্ঠানিক ভাবে জানানো হবে ৯ই জানুয়ারি।

প্রথমেই বলা ভালো এই টু-হুইল ড্রাইভ ভ্যারিয়েন্ট কিন্তু আক্ষরিক দিক থেকে পূর্ববর্তী সংস্করণের মতোই, তবে এতে 4×4 ব্যাজ অনুপস্থিত। এবারে থর আসছে দুটি নতুন রঙের কম্বিনেশন- ব্লেজিং ব্রোঞ্জ এবং এভারেস্ট হোয়াইট। তাছাড়াও এই 2WD সংস্করণটিতে রয়েছে হার্ড টপ রুফ (Roof)। মাহিন্দ্রার জনপ্রিয় এসইউভি মডেল XUV300-তে ব্যবহৃত ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে সস্তা থর।

মাহিন্দ্রা থরের 2WD ও 4WD-র মধ্যে পার্থক্য কী? সেই নিয়েও নানান প্রশ্ন ওঠে। নতুন সস্তা সংস্করণে চালিকাশক্তি জোগাবে সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স যুক্ত ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ১১৭ বিএইচপি আউটপুট মিলবে। অন্য দিকে 4×4 সংস্করণটিতে রয়েছে ২.২ লিটারের সিক্স স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন সমৃদ্ধ ইঞ্জিন। তবে 2WD এবং 4WD উভয় ভার্সনেই ২.০ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন বিকল্প হিসাবে উপলব্ধ। সঙ্গে থাকবে ৬ স্পিডযুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স অথবা টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম।

এই মুহূর্তে ১৩.৫৯ লাখ টাকা থেকে শুরু হচ্ছে মাহিন্দ্রা থরের ফোর হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টগুলির এক্স শোরুম মূল্য। ১৬.২৯ লাখ টাকা দাম রাখা হয়েছে টপ মডেলটির। তবে লক্ষণীয়ভাবে দাম বেশ কম হবে Mahindra Thor 2WD এর। ১০ লক্ষ টাকার আশেপাশে শুরু হতে পারে এক্স শোরুম প্রাইস। Force Gurkha এবং শীঘ্রই লঞ্চ হতে চলা Maruti Suzuki Jimmy এর সাথে টক্কর নেবে এটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.