Advertisement
দেশপ্রযুক্তি

এক চার্জেই চলবে ৫৫ কিমি! বাজারে লঞ্চ করল সাশ্রয়ী মূল্যে Hero এর নতুন ইলেকট্রিক সাইকেল

পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ বাড়তে থাকায় মানুষ এখন বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকেছে। শুধু জ্বালানির দামই নয়, দূষণ নিয়ন্ত্রণ করাও ইলেকট্রিক যানবাহনের দিকে ঝোঁকার একটি বড় কারণ। কিন্তু বৈদ্যুতিক গাড়ি কেনা অনেক ব্যায় সাধ্য। তাই এর বিকল্প হিসেবে ইলেকট্রিক সাইকেল অনেক বেশি সুবিধজনক। এবার বাজারে নতুন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করতে চলেছে Hero।

ইতিমধ্যে বাজারে অনেক সংস্থাই তাদের ইলেকট্রিক সাইকেল এনেছে। বলা বাহুল্য, সাধ্যের মধ্যে দাম থাকায় বাজারে বেশ ভালোই জায়গা করে নিয়েছে এগুলি। এই বৈদ্যুতিক সাইকেলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হল হিরো। এই কোম্পানির সাধারণ সাইকেলও বেশ জনপ্রিয়। সেই জন্য বহু বছরের পুরোনো এই কোম্পানি যখন ইলেকট্রিক সাইকেল বাজারে লঞ্চ করে তখন মানুষের গ্যারাজে জায়গা করে নিতে খুব একটা বেশি বেগ পেতে হয়নি।

এখানে আপনাকে হিরো কোম্পানির এমন চারটি ইলেকট্রিক সাইকেলের সম্বন্ধে তথ্য দেব –
Hero Lectro C1: এই সাইকেলটি হিরো-র কমিউটার রেঞ্জের অংশ। আরামদায়ক এবং নিরাপদভাবে সফর করতে চাইলে এই সাইলেকটি অবশ্যই নিতে পারেন। এটি একটি 250W BLDC মোটর দ্বারা চালিত, যা এর পিছনের চাকায় মাউন্ট করা হয়েছে। এই ই-সাইকেলটি দু’টি রঙের বিকল্পে পাওয়া যায়। এটির ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ দিলে এক চার্জে এটি চলতে পারবে ৩০ কিলোমিটার। এর দাম ৩২,৯৯৯ টাকা।

Hero Lectro C5x: এই অত্যাধুনিক ই-সাইকেলটিও বেশ জনপ্রিয়। এটি কেবল মজবুতই নয়, এতে রয়েছে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারি বিচ্ছিন্ন করা যায়। এটি শুধুমাত্র চার্জই দিতে পারবেন না, বরং শেষ হয়ে গেলে পাল্টেও ফেলতে পারবেন। এমনকি খুলেও রাখতে পারবেন। পুরোপুরি চার্জ হতে ৩ থেকে ৪ ঘণ্টা নেয় এটি। এই ব্যাটারির সব থেকে ভালো দিক হল, এটি জল এবং ধুলোর দ্বারা কোনওভাবেই প্রভাবিত হয় না। এই সাইকেলের দাম ৩৮,৯৯৯ টাকা।

Hero Lectro F1: হিরো লেক্ট্রো সাইকেলের MTB রেঞ্জের সবচেয়ে নতুন সংযোজন হল এই সাইকেলটি। এটি F সিরিজের অন্তর্গত। সব রকম রাস্তাতেই এই ই-সাইকেলটি চালানো যাবে। এটি সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম। এতে ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি-স্কিড অ্যালয় পেডেল। এই ই-সাইকেলটির দাম ৩৮,৯৯৯ টাকা।

Hero Lectro F6i: চারটি মডেলের মধ্যে সবচেয়ে দামি মডেল হল Hero Lectro F6i। এতে রয়েছে একটি 11.6 Ah ব্যাটারি। এর ফলে এক চার্জে এটি প্রায় ৫৫ কিলোমিটার চলতে পারবে। এছাড়াও এতে রয়েছে একটি LED ডিসপ্লে এবং RFID-র চাবি আটকানোর ফিচার। এই সাইকেলের দাম ৫৪,৯৯৯ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.