Advertisement
রাজনীতি

ডিসেম্বর বনাম জানুয়ারি! শুভেন্দু অধিকারীর ‘দিন’ ঘোষণার পর পাল্টা ‘দিন’ জানালেন কুণাল ঘোষ

ভবিষ্যদ্বাণীর পাল্টা ভবিষ্যদ্বাণী!  তৃণমূল ও বিজেপি দুপক্ষই বাংলা রাজনীতিতে এক নতুন কৌশলের সংযোজন করল। তৃণমূল সরকারের ওপর বিপদ ঘনিয়ে আসবে ডিসেম্বর মাসে। রাজ্য বিজেপি নেতারা এমনই ভবিষ্যৎবাণী করেছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার গুজরাত জয়ের পর কলকাতায় সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনটি তারিখের ঘোষণা করেছিলেন। এবার তৃণমূলের মুখপাত্র কোনার ঘোষ সেই তারিখের পাল্টা তারিখ ও ঘোষণা করে দিলেন।শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে কুণাল লিখেছেন, “এক জন শিক্ষানবিশ জ্যোতিষীর দেওয়া কিছু তারিখ দেখার পর, এখন আমি একটা তারিখ ও সময় দিচ্ছি। এবং এটি আমি এক জন বিশিষ্ট জ্যোতিষীর কাছ থেকে পেয়েছি। তিনি বলেন, বিয়ের তারিখ ছাড়া ডিসেম্বরে কোনো তারিখ নেই, যাকে তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত করা যায়। কিন্তু ২ জানুয়ারি (০২.০১.২০২৩) হল গুরুত্বপূর্ণ দিন, সময় দুপুর ২টো।”কুনাল ঘোষ একইভাবে দিন ও সময় বলে রহস্য বজায় রাখতে চাইছেন।

কুনালকে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি বলতে শোনা যায়,“১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।” এরই মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ১২ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় দক্ষিণ কলকাতার হাজরায় জনসভা করবেন। সেই সভা থেকে কোন রাজনৈতিক বিস্ফোরণ ঘটবে কিনা তা নিয়ে তিনি অবশ্য এখনো কিছু বলেননি।তবে ডিসেম্বর নিয়ে তার ভবিষ্যদ্‌বাণীর পাল্টা ভবিষ্যদ্বাণী করে বিজেপি নেতৃত্বকে কিছুটা চাপে ফেলার কৌশল নিয়েছে তৃণমূল, এমনটাই মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, পয়লা জানুয়ারি তৃণমূলের জন্মদিনের পর দিন বিজেপি থেকে কোনও বড় নেতা তৃণমূলে যোগ দিতে পারেন। সেই যোগদানকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বোঝাতে চেয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল। সঙ্গে নাম না করে বিরোধী দলনেতাকে কটাক্ষ করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.