Advertisement
রাজনীতি

নজরুল মঞ্চ থেকে সিপিএমের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর

গতকাল (রবিবার) নজরুল মঞ্চে দাঁড়িয়ে বিরোধী দলগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমের বিরুদ্ধে বিস্ফোরক মমতা বলেন, ‘বাংলাতে বদনাম করার চেষ্টা করে চলেছে কিছু মানুষ। ওদের কুৎসা করাই একমাত্র কাজ। তবে আমরা যদি প্রতিহিংসা পরায়ণ হতাম, তবে অনেকে গ্রেফতার হতো’।

পুজোর আগে তৃণমূল মুখপাত্রের শারদ সংখ্যার উদ্বোধন করতে নজরুল মঞ্চে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তৃণমূল নেত্রী বলেন, “দিল্লিতে গিয়ে বাংলার বদনাম করা কিছু মানুষের কাজ হয়ে গিয়েছে। তবে এই সকল ঘটনা ঘটলে আমার প্রচন্ড রাগ হয়। বাংলার মাটি অত্যন্ত গর্বের। এর বিরুদ্ধে বদনাম করলে রাগ হবেই।”

এরপর মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমানে কোন একটা ছবি বের হলে সমালোচনার ঝড় উঠে পড়ে। টাকা নিয়ে কিছু লোক এরকম কাণ্ড করে চলেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের বাংলায় কোন কোন দিকে উন্নয়ন হয়ে চলেছে, ভালো কাজ হয়ে চলেছে, সেগুলি তুলে ধরলে, তা আরো শোভা পাবে।”

সম্প্রতি কর্মসংস্থানে নয়া দিশার উন্মোচন করে মমতা বলেন, “১ হাজার টাকা নিন। একটু ঘুগনি নিন। সঙ্গে ছোলা ভাজা, বাদাম ভাজা নিয়ে বেরিয়ে পড়ুন। পুজোর সময় এত বিক্রি হবে, কুলোতে পারবেন না।”

পরবর্তীতে মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যের সমালোচনায় সরব হয় বিরোধী নেতারা। এপ্রসঙ্গে মন্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে গালাগাল করলে কিছু যায় আসে না। আমি আজ মহালয়ার দিনে মায়ের কাছে সকলকে ভাল রাখার কামনা করেছি। যারা এসব করে চলেছে, তারা বেশি করে করুন। যদি শান্তিতে ঘুম আসে, তাহলে নিশ্চয়ই করুন।”

পরবর্তীতে বিরোধীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বলেন, “আমরা প্রতিহিংসা পরায়ণ নই। আমরা বদল চাই। সেই কারণে সিপিএমের কাউকে গ্রেফতার করা হয়নি। কেউ ধোয়া তুলসী পাতা নয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.