Advertisement
রাজনীতিরাজ্য

পুজোর সময় বইয়ের স্টলে পরস্পরের সঙ্গে ঠান্ডা যুদ্ধে মমতা-সীতারাম

দুর্গাপুজোর সময় মন্ডপের বাইরে বইয়ের স্টল খোলা বামপন্থীদের পুরনো রেওয়াজ। সাধারণভাবেই সেই স্টলগুলিতে বিভিন্ন বামপন্থী চিন্তাধারা বই পাওয়া যায়। গত কয়েক বছর ধরে CPIM এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসও তাদের “জাগো বাংলা”র বুকস্টল থেকে পুজোর সময় বই বিক্রি করছে। সেই স্টল গুলিতে আবার মূলত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভিন্ন বই থেকে তৃণমূল মনস্ক বিভিন্ন লেখক–লেখিকাদের বই পাওয়া যায়।

এই বছর দুই বুক স্টলে খোঁজ নিলে জানা যাবে, দুর্গা পূজার বইয়ের বাজারে মূলত টক্কর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সীতারাম ইয়েচুরি। তৃণমূল কংগ্রেসের বইয়ের স্টলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের চাহিদা রীতিমতো চোখে পড়ার মতো। অন্যদিকে চাহিদাবামফ্রন্টের বুক স্টল গুলিতে সীতারাম ইয়েচুরির বইয়ের সব থেকে বেশি চাহিদা।

সিপিএমের বইয়ের বিপণনকারী ন্যাশনাল বুক এজেন্সির (এনবিএ) ধিকর্তা অনিরুদ্ধ চক্রবর্তীর কথায়, “সীতারামজির লেখা ‘স্বাধীনতা ৭৫’ বইটি বহু মানুষ কিনছেন। এছাড়াও সফদর হাসমির বইয়ের চাহিদাও বেশ আশাব্যঞ্জক। গত ২ বছর করোনার দাপট থাকার পর, এই বছর মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর হয়েছেন। আমাদের স্টলেও বইয়ের চাহিদা বিশাল।”

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপত্র কুনাল ঘোষ জানিয়েছেন, “আমাদের বুক স্টলে উৎসব সংখ্যার চাহিদা সবথেকে বেশি। এরপরই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। বর্তমানের তরুণ প্রজন্ম অতীত দিনের ইতিহাস সম্পর্কে জানতে চায়। তাই তাদের মধ্যে দিদির লেখা ‘পরিবর্তন’ বইটাও বেশ জনপ্রিয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.