Advertisement
রাজ্য

রাজ্যে চালু হল শিল্পসাথী পোর্টাল

রাজ্যে চালু হল চালু হল শিল্পসাথী পোর্টাল। এই পোর্টালে মোট ১১টি দফতরের ৬১টি অনলাইন পরিষেবা একল্পতে পাওয়া যাবে। সুবিধা হবে উদ্যোগপতিদের। কমবে হয়রানি। শিল্পবান্ধব পরিবেশ গড়তে রাজ্য যে আরও ইতিবাচক, তা বোঝা যাচ্ছে সরকারের এই উদ্যোগে।

রাজ্যে আরও বিনিয়োগ টানাই লক্ষ্য সরকারের। সেই লক্ষ্যে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ আরও উন্নত করার দিকে নজর দিল নবান্ন। নতুন সাজে সেজে ওঠা শিল্পসাথী পোর্টাল চালু করা হল। এই পোর্টালে মোট ১১টি দফতরের ৬১টি অনলাইন পরিষেবা একল্পতে পাওয়া যাবে। বিনিয়োগ করতে চাইলে উদ্যোগপতিদের এবার আর বিভিন্ন দফতরে ছোটাছুটি করতে হবে না। এই শিল্পসাথী পোর্টালের মধ্যেই সমস্ত সুবিধা একসঙ্গে পেয়ে যাবেন তারা। যার মধ্যে থাকবে শিল্প বিষয়ক ছাড়পত্র, লোনের আবেদন সহ আরও প্রয়োজনীয় তথ্য। এবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বিনিয়োগকারীদের সুবিধার জন্য নতুন করে তৈরি করা হবে শিল্পবান্ধব শিল্পসাথী পোর্টাল। প্রস্তাবিত এই পোর্টালটি নিয়ে গত কয়েক মাস ধরে নবান্নের শীর্ষকর্তাদের মধ্যে আলোচনা হয়। তারপর ঠিক হয় মোট ১১টি দফতরকে একত্রিত করে সাজিয়ে তোলা হবে শিল্পসাথী পোর্টাল। রাজ্য সরকারের চালু করা এই পোর্টালে অনলাইন আবেদনের পাশাপাশি অফলাইন আবেদনের সুযোগ পাবেন উদ্যোগপতিরা। একই সঙ্গে শিল্পপতিরা তাদের চাহিদা মতো বিভিন্ন তথ্য পেয়ে যাবেন এই পোর্টালে। www.Silposathi.in লিখে পোর্টালে ঢুকে নির্দিষ্ট তথ্য দেওয়ার পর ফর্ম পূরণ করলে খুব সহজেই সরকারি প্রক্রিয়া চালু হয়ে যাবে। শিল্প গড়ার জন্য যা যা অনুমতি বা ছাড়পত্র প্রয়োজন সব মিলবে এই পোর্টালে আবেদনের পর। অর্থাৎ, বিনিয়োগকারীদের আর বিভিন্ন সরকারি দফতরে ছোটাছুটি করতে হবে না। তাতে তাদের হয়রানি কমবে। রাজ্যের তৃণমূল সরকার বাংলায় শিল্প গড়তে শিল্পপতিদের স্বার্থে একাধিক ইতিবাচক ভূমিকা নিয়ে চলেছে। বিভিন্ন ভাবে শিল্পপতিদের পাশে থাকার ব্যবস্থা করছে। নিরাপত্তা সহ সরকারি অনুমোদন পাওয়া নিয়ে যাতে উদ্যোগপতিদের কোনও হয়রানির মুখে না পড়তে হয়, তা নিশ্চিত করাই লক্ষ্য রাজ্য সরকারের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.