Advertisement
রাজ্য

রাজ্যে চলছে মোট 11,000 পদে নিয়োগ! প্রকাশ হলো বিজ্ঞপ্তি

দীর্ঘ ২ বছর যাবত রাজ্যে নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। গোটা দেশ এই আর্থিক দৈনদিশা কাটিয়ে উঠে ফের নিয়োগ কার্য চালাচ্ছে। তাই চলতি বছরের শুরুতেই রাজ্য সহ দশের বেকার চাকরি প্রার্থীদের একটা চমক দিলো।

এবার একটা কিংবা দুটি নয় পুরো ১১,০০০ টি পদে চলছে কর্মী নিয়োগ। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধিনস্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বি এস এন এল (BSNL)। সংশ্লিষ্ট দফতর মারফৎ এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দেশের যেকোনো প্রান্তের প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে বি এস এন এলের অধীনে একাধিক অফিসে । এক্ষেত্রে মাসিক বেতন ও বেশ আকর্ষণীয়। তাই আর বেশি দেরি না করে এক্ষুণি আবেদন করুন।
নিচে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করা হলো

আবেদন পদ্ধতি- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে BSNL -এর  ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। 

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, 

স্থায়ী বাসস্থানের ঠিকানা, 

বয়স, 

শিক্ষাগত যোগ্যতা, 

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ 

নিজের ইমেল আইডি এবং 

ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।

৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।

আবেদন জানানোর শেষ তারিখ চলতি  মাসের ৩১ তারিখ অর্থাৎ 31/01/2023 

নিয়োগ পদ্ধতি-

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে পঞ্চাশ শতাংশ প্রার্থীকে সরাসরি নিয়োগ (Direct Recruitment) করা হবে এবং ৫০ শতাংশ প্রার্থীকে প্রমোশনের ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রার্থীদের প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।

 

এবার আসি শুন্য পদের যাবতীয় বিবরণে—

পদের নাম- জুনিওর টেলিকম অফিসার (JUNIOR TELECOM OFFICER)

শূন্যপদ-  11,705 

তবে নির্দিষ্ট কয়েকটি বিভাগের ক্ষেত্রে এই শূন্যপদ পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । বিভাগ গুলি হল ,

১) টেলিকমিউনিকেশন (Telecommunication)

২) ইলেকট্রনিক্স (Electronics)

৩) রেডিও (Radio)

৪) কম্পিউটার (Computer)

৫) ইলেকট্রিক্যাল (Electrical)

৬) ইনফর্মেশন টেকনোলজি- আইটি (Information Technology- IT)

৭) ইন্সট্রুমেন্টেশন (Instrumentation)  

বয়স- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  ২০ থেকে ২৪ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

মাসিক বেতন- ১৬,৪০০ থেকে ৪০,৫০০ টাকা  পর্যন্ত । 

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে   বি টেক/ এম টেক অথবা সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

 ১) আঁধার কার্ড 

২) নিজের বায়োডাটা 

৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৪) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫) জাতীগত সংশাপত্র 

৬) বয়সের প্রমান পত্র

৭) বাসস্থানের প্রমান পত্র 

৮) আবেদনকারীর নিজের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ,ইত্যাদি। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.