Advertisement
রাজ্য

WB Group D and C Recruitment : পশ্চিমবঙ্গে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বর্তমানে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। আসলে সরাসরি দফতর হোক কিংবা সরকারি প্রকল্প অথবা বেসরকারি, চাকরি এখন সর্বত্র। কিন্তু তার জন্যে থাকতে হবে উপযুক্ত যোগ্যতা। রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নিযুক্ত হওয়া কর্মীদের কাজ(GOVT JOB) করতে হবে সংশ্লিষ্ট দফতরের অধিনে। এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।
প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে—
সংশ্লিষ্ট দফতর মারফত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।
৩. আবেদনকারীকে সংশ্লিষ্ট দফতররের ওয়েবসাইটে (http://www.manjusha.in) ঢুকে আবেদন ফর্ম ডাউন লোড করে ফর্মের নির্দিষ্ট স্থান গুলিতে প্রার্থীর যাবতীয় তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে নিজের নাম, তারপর আবেদনকারীর পিতার নাম, তারপর জন্ম তারিখ, প্রার্থীর বর্তমান বয়স, তারপর ক্রমান্বয়ে প্রার্থীর বর্তমান বাসস্থানের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা তৎসহ প্রার্থীর ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ছবিও সেঁটে দিতে হবে ফর্মের নির্দিষ্ট স্থানে।
সবশেষে আবেদনকারীকে আবেদন পত্রে নিজের সই করে আবেদনপত্রটি ই- (e-mail) মেলের মাধ্যমে জমা করতে হবে সংশ্লিষ্ট দফতরে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা – engagement@manjusha.in
সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর শেস সময় সীমা 09/12/2022
এবার আসি শূন্য পদ সম্পর্কে—
পদের নাম- ম্যানেজার হ্যান্ডিক্রাফটস বা হস্ত শিল্প (MANAGER – HANDICRAFTS )
শূন্যপদ- ১ টি
মাসিক বেতন- ২৪,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা – এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.