Advertisement
খেলা

“এটিকে সরবে কিনা সেটা দেবাশিস বাবুই ভালো বলতে পারবেন”, মোহনবাগানের ডিরেক্টর বোর্ডে যুক্ত হয়ে মন্তব্য সৌরভের

লক্ষ্মীপুজোর দিন মোহনবাগানের নামের আগে এটিকে হাঁটানোর দাবিতে ক্লাব সচিব দেবাশিস দত্তের বাড়ির সামনে বিক্ষোভে দেখিয়েছিলেন সমর্থকরা। তারপর চলতি মরশুমেই এটিকে সরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন দেবাশিস দত্ত। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ করা হয়নি।

এমতাবস্থায় দেবাশিস দত্ত এবার কালীপুজোর সন্ধ্যায় মোহনবাগান তাঁবুতে এনে হাজির করলেন প্রাক্তন বিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
দেবাশিস দত্তের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিক সম্মেলন করে ক্লাব সচিব জানান যে, এটিকে মোহনবাগানের ডিরেক্টর বোর্ডে যুক্ত হচ্ছেন মহারাজ।

সৌরভকে সবুজ-মেরুনের বোর্ডে যুক্ত করে মোহনবাগান ভক্তদের একটা বড় অংশ খুব একটা খুশি নন। তারা মনে করছেন এটিকে যে আর মোহনবাগানের সামনে থেকে সহজে সরবেনা সেটারই একরকম পরোক্ষ বার্তা ক্লাবের এই পদক্ষেপ।

এদিন সৌরভ গাঙ্গুলী সাংবাদিক সম্মেলনে বলেন, “এটিকে আগে থেকেই ছিল। আইএসএল চ্যাম্পিয়নও হয়েছে। তারপর মোহনবাগান এসে যোগ দেওয়ায় তারা এক হয়েছেন। তবে এটিকে সরবে কিনা সামনে থেকে সেটা দেবাশিস বাবুই ভালো বলতে পারবেন।”

মঙ্গলবার সরাসরি সবুজ মেরুণ সমর্থকদের প্রতি নিজের বিষোদ্গার প্রকাশ করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ক্লাব সচিব বলেন, “সমর্থকদের আমাদের প্রতি আস্থা নেই, কিন্তু সৌরভের রয়েছে।” এই বক্তব্যের মাধ্যমে প্রচ্ছন্নভাবে মোহনবাগান জনতার প্রতি প্রকাশ্যে নিজের ক্ষোভ জানালেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.