Advertisement
খেলা

এশিয়া কাপ, শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে একাধিক পরিবর্তন ভারতের প্রথম একাদশে

আজ (মঙ্গলবার) এশিয়া কাপে প্রথমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে রোহিত শর্মারা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় বোলাররা বিশেষ দাপট দেখতে পারেনি। তাই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ব্যাটিং অর্ডারের প্রথম ৪ টি জায়গায় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রতিবারের মতো শ্রীলঙ্কার বিরুদ্ধেও ভারতীয় ইনিংস শুরু করবেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁকে সঙ্গ দেবেন সহ অধিনায়ক লোকেশ রাহুল।

বরাবরের মতো তিন নম্বরে নামবেন বিরাট কোহলী। সম্প্রতি ছন্দে ফিরেছেন প্রাক্তন অধিনায়ক। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এরপর চার নম্বরে নামবেন সূর্যকুমার যাদব। এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার তিনিই।

পাঁচ নম্বরে নামবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে সম্ভবত আসবেন দীপক হুডা। আগ্রাসী ব্যাটিংয়ে তাঁর জুড়ি মেলা ভার। তবে রবিচন্দ্রন অশ্বিনও ভাবনায় আছেন। সে ক্ষেত্রে ব্যাটিং অর্ডারে পরিবর্তন হতে পারে।

এছাড়া শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশে ফিরতে পারেন দীনেশ কার্তিক। তাঁকে উইকেট রক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে। এমনকি খেলতে পারেন অক্ষর পটেল। বাঁ হাতি স্পিনারের ব্যাটিংয়ের হাতও খারাপ নয়। তিনি আট নম্বরে নামবেন। নবম স্থানে দেখা যেতে পারে আর এক স্পিনার রবি বিষ্ণোইকে।

ব্যাটিং অর্ডারের শেষ দু’টি জায়গা ফাস্ট বোলারদের জন্য। দশ নম্বরে ব্যাট করতে আসবেন এশিয়া কাপের ভারতীয় দলের প্রধান বোলার ভুবনেশ্বর কুমার। ব্যাটিং অর্ডারের শেষ জায়গার জন্য লড়াই দুই তরুণ বোলারের। অর্শদীপ সিংহ এবং আবেশ খান। এদের মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে আবেশকেই খেলানোর কথা ভাবছেন রোহিত-দ্রাবিড়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.