Advertisement
খেলা

টি-টোয়েন্টি সিরিজ, হোয়াইট ওয়াশ হাতছাড়া রোহিতদের, নিয়মরক্ষার ম্যাচে জয় প্রোটিয়াদের

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে আগেই জিতে গিয়েছিল ভারত। তবে মঙ্গলবার নিয়মরক্ষার ম্যাচে জিততে পারল না রোহিত বাহিনী। এদিন প্রোটিয়াদের কাছে ৪৯ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আন্তর্জাতিক মাছ হারার পর ভারতের ডেথ ওভার বোলিং চিন্তা কমছে না বরং বাড়ছে।

এদিন বিশ্রাম দেওয়া হয় দুই তারকা ব্যাটার বিরাট এবং রাহুলকে। তারপর টসের সময় রোহিত জানান, চোটের কারণে আজকের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন অর্শদীপ সিং। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হয় উমেশ যাদবকে। এছাড়া রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতেই এদিনের ম্যাচে নামানো হয় শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজকে।

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা ইনিংসের পঞ্চম ওভারে অধিনায়ক টেম্বা বাভুমা আউট হয়ে যান। তারপরেই ব্যাট হাতে ঝড় তোলেন প্রোটিয়া ব্যাটাররা। ৯০ রানের পার্টনারশিপ গড়েন কুইন্টন ডি’কক ও রাইলি রসো। ৪৮ বলে ১০০ রানে অপরাজিত একটি দুর্দান্ত ইনিংস খেলেন রসো।অবশেষে নির্ধারিত ওভারে ২২৭/৩ এ ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা।

এই বিশাল রান তাড়া করতে নামে রোহিত-ঋষভ ওপেনিং জুটি। ওভারের দ্বিতীয় বলেই আউট হতে যান অধিনায়ক। এরপর অহেতুক আক্রমণাত্মক খেলতে গিয়ে উইকেট দিয়ে বসেন ঋষভও। শ্রেয়স আইয়ারও হতাশ করেন। তবে ২১ বলে ৪৬ রানের মারকুটে ইনিংস খেলেন অভিজ্ঞ দীনেশ কার্তিক। এরপর তাসের ঘরের মতো ভেঙে পরে ভারতের ব্যাটিং লাইনআপ। শেষে ৮ বল বাকি থাকতেই ১৭৮ রানে অলআউট হয়ে যায় ভারত। আর দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করার সুযোগ হাত ছাড়া করে রোহিতরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.