Advertisement
রাজনীতিরাজ্য

পঞ্চায়েত নির্বাচনে মারামারি থেকে দূরে সরে থাকতে হবে, মন্তব্য মদন মিত্রের

শনিবার কামারহাটির নজরুল মঞ্চে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্র ও সৌগত রায়। সেখান থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বক্তৃতা দেন এই দুই তৃণমূল নেতা। সেখানেই মদন মিত্র দাবি করেন, মারামারি করে পঞ্চায়েত ভোটে তাঁরা জিততে চান না, বা কাউকে মেরে তাঁরা পঞ্চায়েত ভোট জিতে যাবেন এই ভাবনাও মন থেকে দূর করতে হবে।

এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অবস্থা ভালো নয়। শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি, গোরু পাচার এছাড়া আরও বিভিন্ন মামলা নিয়ে দলের জরাজীর্ণ অবস্থা।এমতাবস্থায় জনগণের কাছে মদনবাবুর দাবি, তাঁদের দল যদি কোনো ভুল করে থাকে সেটা যেন সাধারণ মানুষ দেখিয়ে দেন। তাঁরা কেউ কোনো মহাপুরুষ নন, ভুল তাঁদের দ্বারাও হয়েছে বা হতে পারে। সেই ভুল যেন সাধারণ মানুষ তথা দলের কর্মীরা এসে তাঁদের ধরিয়ে দেন। আর সেই কর্মীর ওপর কোনো আক্রমণ হলে তার দায় দলের নেতাদের।

অপরদিকে এদিন সৌগত রায়ের বক্তব্য ছিল, দলে সঠিক মানুষের নির্বাচন প্রয়োজন। প্রধানত, যে আর্থিক কারণে সবাই দলে যোগদান করেছিল এখন সেটা থেকে বাছাই করার দরকার। কারণ দলের ৯৫ শতাংশ মানুষ সততার সাথে কাজ করেন। কিন্তু কিছু মানুষের অসৎ উদ্দেশ্যের জন্য দলের প্রতিমূর্তি নস্ট হোক এটা তাঁরা চান না।

তাঁদের এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিজেপি যুব মোর্চার নেতা জয় সাহার মন্তব্য, তৃণমূল সরকার চুরি না করলে তাঁদের চলবে কি করে? আর তাঁরা যদি মারামারি না করেন একটি ভোটও তাঁরা পাবেন না। ভোটের পরে যে হিংসার সৃষ্টি হয়, তারপর তাঁরা যে এতো নরম ভাষায় কথা বলছেন, এটা সত্যিই তাঁদের কাছে অনেকটাই সন্তোষের কারণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.