Advertisement
রাজনীতিরাজ্য

কেষ্টর বাড়ির পরিচারক থেকে কাউন্সিলর! সেই মুনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ টাকার লেনদেন

বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় একসময় ছিলেন অনুব্রত মন্ডলের বাড়ির পরিচারক। সেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে সিবিআই এর দেওয়া চার্জশিটে এমনটাই উল্লেখ করেছেন তদন্তকারীরা।

২০১১ সালে মাসিক ৫ হাজার টাকার বেতনে অনুব্রতের বাড়িতে পরিচারক হিসাবে কাজ যোগ দেন বিশ্বজ্যোতি ওরফে মুন। সেই মুনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী ভাবে প্রায় ৪৬ লক্ষ টাকা নগদ জমা পড়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা।সিবিআইয়ের দাবি, বোলপুরের কাউন্সিলরের অ্যাকাউন্ট থেকে যাবতীয় যা লেনদেন হয়েছে, সবই অনুব্রত কিংবা তাঁর দেহরক্ষী সহগল হোসেনের নির্দেশে।

চার্জশিটে সিবিআই দাবি করেছে, বেতন হিসাবে অনুব্রতের পরিবার থেকে বর্তমানে মাসে ২০ হাজার টাকা পান বিশ্বজ্যোতি। এ ছাড়া তাঁর আয়ের অন্য কোনও উৎস নেই। তা সত্ত্বেও তদন্তে দেখা গিয়েছে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বোলপুর শাখায় বিশ্বজ্যোতির নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাতে সব মিলিয়ে ৫১ বারে মোট ৪৫ লক্ষ ৭৩ হাজার ৬০৪ টাকা নগদ জমা করা হয়। ৮ বার অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে জমা করা হয় ৬২ লক্ষ ৭৭ হাজার ৩৪৫ টাকা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, বোলপুরের কাউন্সিলর বিশ্বজ্যোতিই তাদের জানিয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তাঁর নামে থাকলেও সেটির নিয়ন্ত্রণ ছিল অনুব্রত ও সহগলের হাতে। তৃণমূল নেতার নির্দেশেই তিনি ভাউচার ও চেকে সই করতেন। টাকা তোলার স্লিপে সই করার নির্দেশ মাঝেমধ্যে তাঁকে সহগলও দিতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.