Advertisement
রাজনীতিরাজ্য

মোমিনপুরের ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি, দাবি কুণাল ঘোষের

গতকাল (রবিবার) মোমিনপুরের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে। এই ঘটনা ঘিরে বাংলায় তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষ চরম আকার ধারণ করেছে। একদিকে প্রতিবাদে নেমেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। অপরদিকে এই ঘটনায় ঘাসফুল শিবিরের দাবি, “এই ঘটনায় রাজনীতি করছে বিজেপি।”

এ প্রসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “নিজেদের রাজ্যগুলিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিক বিজেপি। বাংলা শান্তিপূর্ণ রাজ্য। উত্তেজনা ছড়ানোর চেষ্টা যদি কেউ করে থাকে, তাহলে তাকে আটক বা গ্রেফতার করার অধিকার রয়েছে পুলিশের। ইতিমধ্যে এলাকায় শান্তি ফিরিয়ে আনা গিয়েছে। ওদের (বিজেপি নেতাদের) আটকে দিয়েছে পুলিশ।”

পাশাপাশি এদিন তৃণমূল নেতার গলায় উঠে এসেছে উত্তরপ্রদেশে হাথরস ধর্ষণের প্রসঙ্গ। এ বিষয়ে তিনি বলেন, “হাথরস ধর্ষণের ঘটনায় যখন আমাদের দলের সাংসদরা এলাকায় পৌঁছে গিয়েছিল, তখন উত্তর প্রদেশ পুলিশের তরফ থেকে আমাদের আটকে দেওয়া হয়। ওদের উচিত নিজেদের রাজ্যে আইন শৃঙ্খলার দিকে নজর দেওয়া।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.