Advertisement
রাজ্য

সুপারিশে চাকরি পাওয়া শিক্ষকদের নিজ পদে বহাল রাখতে অতিরিক্ত পদ তৈরি নিয়ে আদালতকে হলফনামা পেশ এসএসসির, জানালেন শিক্ষামন্ত্রী

এরাজ্যে কারও চাকরি চলে যাক, মুখ্যমন্ত্রী সেটা আশা করেন না। সেকারণে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে অতিরিক্ত পদ তৈরির প্রস্তাবও দিয়েছিলেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রীর সেই ভাবনাকে বাস্তবায়িত করতে কলকাতা হাই কোর্টের অনুমতি চেয়ে আদালতে হলফনামা জমা দেওয়া হয়েছে।

ব্রাত্য বসুর দাবি, মঙ্গলবার কলকাতা হাই কোর্টে হলফনামা জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ওই হলফনামায় জানানো হয়েছে, হাই কোর্ট অনুমতি দিলে তবেই রাজ্য সরকারের ‘অতিরিক্ত পদ’-এর তালিকা মেনে সকলকে চাকরি দিতে প্রস্তুত এসএসসি। একই সঙ্গে ওই হলফনামায় এসএসসি জানিয়েছে, যদি হাই কোর্ট না চায়, তবে ব্যতিক্রমী ভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের বাতিল করতে রাজি শিক্ষা দফতর।

এদিন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে পাশে বসিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে বসে। সেখানে তিনি বলেন, ‘‘ভুলক্রমে মেধাতালিকার ক্রম ভেঙে সুপারিশের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য ‘সুপার নিউমেরারি’ পদ তৈরি করে চাকরির সুযোগ করে দেওয়ার প্রস্তাব হয়েছে রাজ্যের মন্ত্রিসভায়। সেই অনুযায়ী এসএসসি হাই কোর্টে আর্জি জানিয়েছে, যাতে মহামান্য আদালত নির্দেশ দিলে রাজ্য সরকারের তৈরি সুপার নিউমেরারি তালিকা মেনে সকলকে চাকরি দিতে প্রস্তুত এসএসসি।’’

এর পরেই ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রীর ইচ্ছা মেনেই এই পদ তৈরির চিন্তাভাবনা করেছে এসএসসি। তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী চান না কারও কাজ চলে যাক। কারও কাজ চলে গেলে শুধু তাঁর ক্ষতি নয়, তাঁর পরিবারেও বিপর্যয় নেমে আসে। আবার চান না কোনও যোগ্য প্রার্থী বঞ্চিত হোন। তাই প্রয়োজনে সুপার নিউমেরারি পদ তৈরির ইচ্ছা পোষণ করেছেন।’’

এরপর শিক্ষামন্ত্রী দাবি করেন, এবার হাই কোর্ট যা নির্দেশ দেবে, তা মেনেই পরবর্তী কালে পদক্ষেপ নেওয়া হবে। নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে যে ২২২ জন ব্যতিক্রমী ভাবে চাকরি পেয়েছেন তাঁদের চাকরি কি থাকবে? উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘সবটাই নির্ভর করছে আদালতের রায়ের উপর।’’ পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে মোট ৫,২৬১ অতিরিক্ত পদ (সুপার নিউমেরারি) তৈরি হয়েছে। আরও ৯,৭১৬ অতিরিক্ত পদ তৈরি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.