Advertisement
খেলা

আগামী মরশুম থেকে ইডেনেই হবে KKR এর সবকটি ম্যাচ, জানালেন সৌরভ নিজেই

গত কয়েক বছর ধরে ইডেনে সেরকম ধারাবাহিকভাবে ম্যাচ আয়োজিত হয়নি। বিশেষত করোনা অতিমারির কারণে বেশিরভাগ ম্যাচ আয়োজিত হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে এবার করোনার ভ্রুকুটি কাটিয়ে জোর কদমে শুরু হবে আইপিএল১৬। আর স্বাভাবিক ছন্দেই আয়োজিত হবে এই টুর্নামেন্ট।

আরেকটি নতুন খবর, গত মরশুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচগুলি হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হয়নি। তবে আসন্ন মরশুম থেকে ফের হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হতে চলেছে। আসন্ন আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের সব কটি ম্যাচ হবে ইডেনে, এমনটাই ঘোষণা করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সুতরাং ইডেনে আবার জমবে দর্শকদের ভিড়।

সৌরভ গাঙ্গুলী সেইসঙ্গে জানিয়েছেন যে, “বিসিসিআই বর্তমানে বহুল প্রতীক্ষিত মহিলা আইপিএল টুর্নামেন্টটি কিভাবে আয়োজিত হবে তাই নিয়ে পরিকল্পনা করছে যাতে এটিকে পুরুষদের আইপিএলের মতোই আয়োজন করা যায়। মহিলাদের আইপিএলও হোম-অ্যাওয়ে ভিত্তিতে হবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.