Advertisement
রাজনীতি

মিড ডে মিলের টাকা দিচ্ছে না কেন্দ্র, সমস্যা পোর্টালে

এনিয়ে মোদির বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী

মিড ডে মিল খাতে বরাদ্দ কমানো হয়েছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। রাজ্য পিছু বরাদ্দ টাকাও কমেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের বরাদ্দ এই টাকাও জোটেনি। যেকারণে বিতর্ক শুরু হয়। কারণ একটাই, কেন্দ্রীয় পোর্টালের ব্যর্থতা। তার জেরে চলতি অর্থবর্ষের পাঁচ মাস কাটতে চললেও মিড ডে মিলে কেন্দ্রীয় বরাদ্দের অংশের কোনও টাকাই এখনও পায়নি বাংলা।

মিড ডে মিলের পাশাপাশি ১০০ দিনের কাজে রাজ্যের প্রাপ্য টাকাও দিচ্ছে না কেন্দ্র— এমনটাই অভিযোগ একাধিকবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরব হয়েছেন মোদি সরকারের বিরুদ্ধে। তারপরও খুব একটা কাজের কাজ হয়নি। তবে এই সব সমস্যার সঙ্গে এবার জুড়েছে মিড ডে মিল এবং পোর্টাল সংক্রান্ত সমস্যা।

কেন্দ্রীয় সরকার সমস্ত বেতন, প্রকল্পের বরাদ্দ অর্থ ‘পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’ (পিএফএমএস) পোর্টালের মাধ্যমে দিতে শুরু করেছে। অথচ, এই পোর্টালটি ঠিকমতো তৈরিই হয় নি। যার জেরে প্রথম থেকেই একাধিক সমস্যা দেখা দিয়েছে। কখনও আটকে গিয়েছে কারও বেতন, আবার কখনও মেলেনি বরাদ্দ টাকা। এই তালিকাতেই রয়েছে বাংলার মিড ডে মিল প্রকল্পও।

এবিষয়ে রাজ্যের এক আধিকারিক জানান, এই প্রকল্পের মধ্যে বিভিন্ন খাতে যে বরাদ্দ টাকা পিএফএমএস পোর্টালে কেন্দ্র পাঠায়, সেটিই ঠিক মতো কাজ করছে না। তবে পিএফএমএস কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই প্রযুক্তিগত ত্রুটি সমাধানের চেষ্টা করছে। সমস্যা মিটলে টাকা পাওয়া যাবে বলেই তিনি আশা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.