Advertisement
রাজ্য

WB Health Job: স্বাস্থ্য দফতরে কর্মী নিচ্ছে রাজ্য সরকার

বেকার চাকরি প্রার্থীদের ফের সুখবর । এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER) কর্মী। তবে চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয়। এই মর্মে গত কয়েকদিন আগে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে ।
প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে –
পদের নাম- ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (Clinical Psychologist)
শুন্য পদের সংখ্যা- ০২
কাজের ধরণ- এন এম এইচ পি( NMHP) অর্থাৎ যোগ্য প্রার্থীকে জাতীয় স্বাস্থ্য মিশনের তত্বাবধানে কাজ করতে হবে।
প্রার্থী নির্বাচন- কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
মাসিক বেতন-৩০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজি কোর্স পাশ হতে হবে।
পদের নাম – সাইক্রিয়াটিক নার্স ( Psychiatric Nurse )
শূন্যপদ -১ টি
কাজের ধরণ- এন এম এইচ পি( NMHP) অর্থাৎ যোগ্য প্রার্থীকে জাতীয় স্বাস্থ্য মিশনের তত্বাবধানে কাজ করতে হবে।
প্রার্থী নির্বাচন- কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
মাসিক বেতন- ২৮,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রসঙ্গিক বিষয়ে বি এস সি/এম এস সি পাশ হতে হবে।
পদের নাম- কমিউনিটি নার্স” ( Community Nurse)
শূন্য পদ – ২ টি
মাসিক বেতন- ২৫,০০০ টাকা
বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়নের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
পদের নাম- মেডিক্যাল রেকর্ড কিপার (Medical Reord Keeper )
শূন্য পদের সংখ্যা- ১ টি
বয়স- এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ০১-০১-২০২২ এর হিসাবে ৪০ এর মধ্যে।
কাজের ধরণ- এন এম এইচ পি( NMHP) অর্থাৎ যোগ্য প্রার্থীকে জাতীয় স্বাস্থ্য মিশনের তত্বাবধানে কাজ করতে হবে।
প্রার্থী নির্বাচন- কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
মাসিক বেতন- ১৫,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
পদের নাম – কাউন্সিলর (Counsellor )
শূন্য পদ – ২ টি
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারীকে স্নাতক হতে হবে । পাশাপাশি বাংলা/ ইংরাজি/হিন্দি ভাষায় দক্ষ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে।
মাসিক বেতন – ২০,০০০ টাকা
বয়স- এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ০১-০১-২০২২ এর হিসাবে ৪০ এর মধ্যে।
কাজের ধরণ- এন এম এইচ পি( NMHP) অর্থাৎ যোগ্য প্রার্থীকে জাতীয় স্বাস্থ্য মিশনের তত্বাবধানে কাজ করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে । । এ ছাড়াও সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে তপশীলি জাতী এবং উপজাতি দের জন্য ৫০ টাকার ডিমান্ড ড্রাফট এবং সাধারণ প্রার্থীর জন্য ১০০ টাকার ডিমান্ড ড্রাফট জমা করতে হবে।
আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। অনলাইনে আবেদন করে তার একটি প্রিন্ট কপি শুধুমাত্র নিম্ন লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে সংশ্লিষ্ট দফতরের জ্ঞাতার্থে। (OFFICE OF THE CHIEF MEDICAL OFFICER OF HEALTH, JHARGRAM, P.O- RAGHUNATHPUR,( JHARGRAM DISTRICT HOSPITAL COMPLEX) JHARGRAM, PIN-721507)
অনলাইনে আবেদনের ঠিকানা – www.wbhealth.gov.in
আবেদনের শেষ তারিখ 08/12/2022

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.