Advertisement
খেলারাজনীতিরাজ্য

আইসিসি চেয়ারম্যানের লড়াইয়ে সৌরভের নামের মনোনয়ন পেশ করল না বিসিসিআই, মহারাজের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী

কিছুদিন আগেই বিসিসিআইয়ের সভাপতিত্ব খুইয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার থেকে ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে রজার বিনি যুগ। তবে এই নিয়ে দেশবাসীর মধ্যে একপ্রকার মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে এসবের মধ্যে ফের একবার বিঞ্চনার শিকার হতে হল মহারাজকে।

বিসিসিআই আগেই পরিষ্কার করে দিয়েছিল যে, আইসিসি চেয়ারম্যানের লড়াইয়ে সৌরভের নামের মনোনয়ন তারা পেশ করছে না। তাও শেষ মুহূর্ত অবধি আশায় বুক বেঁধে বসেছিলেন সকল সৌরভ অনুগামীরা। কিন্তু সমস্ত আশাই শেষ পর্যন্ত বিফলে গেল। আজ (বৃহস্পতিবার) আইসিসির চেয়ারম্যান পদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিনও সৌরভের নাম নিয়ে কোনো প্রস্তাব রাখেনি বিসিসিআই।

এবার এই নিয়ে সরব হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের আগে তিনি সংবাদমাধ্যমের দ্বারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বার্তা দিয়েছিলেন যেন সৌরভকে আইসিসিতে পাঠানোর বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ভেবে দেখে। বলাই বাহুল্য তার অনুরোধে কোন কাজ হয়নি। বিসিসিআই বর্তমান চেয়ারম্যান ক্রেগ বার্কলেকে সমর্থন করে তার মেয়াদ বৃদ্ধির ব্যাপারে সহমত হয়েছে।

সৌরভকে এই বঞ্চনার শিকার বানানোর জন্য সরাসরি বিজেপি সরকারকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমার খুব খারাপ লাগছে আজ আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার শেষ দিন ছিল। কেন সৌরভের নাম পাঠানো হল না আইসিসির চেয়ারম্যান হওয়ার জন্য? কি কারণে ওকে বাদ দেওয়া হল! শরদ পাওয়ার গিয়েছিলেন, জগমোহন ডালমিয়া গিয়েছিলেন, সৌরভও এই দায়িত্ব পেলে ভারতের গর্ব বাড়তো। কার স্বার্থরক্ষার জন্য এই কাজটা করা হলো? এটা আসলে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করা হলো সৌরভের বিরুদ্ধে।”

তৃণমূল নেত্রী আরও বলেন, “সৌরভ একটা ভদ্রছেলে বলে ও এই নিয়ে বাড়াবাড়ি করলো না। অন্য কেউ হলে এত সহজে ছাড়তো না। আজ দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য একটা দুঃখের দিন। তবে ও বাঙালি বলে আমি এসব বলছি না, সচিন বা আজহারের সাথে এমন হলে তখনও একই কথা বলতাম।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.