Advertisement
খেলা

IND vs BAN: কেন সিরিজের মাঝেই এসব কে ছেড়ে দেয়া হলো ঋষভকে? ধোঁয়াশা রেখে দিল বিসিসিআই!

২২ গজের রয়েছে যথেষ্ট ব্যস্ততা ফুটবল বিশ্বকাপের ভরা ব্যস্ততার মধ্যেও। রোহিত শর্মার টিম ইন্ডিয়া ইতিমধ্যে বাংলাদেশ সফররত। দুই দেশের মধ্যে তিনটি ওয়ানডে এবং জোড়া টেস্ট ম্যাচ খেলা হবে।রবিবার অর্থাৎ আজ তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলছে। ম্যাচ শুরুর আগের দিনই ভারত বিরাট ধাক্কা খেয়েছিল। কাঁধের চোটের জন্য ভারত দল থেকে ছিটকে যান মহাম্মদ শামি। তার বদলে এসেছে তরুণ জোরে বলার উরমান মালিক। তবে রোহিতের শিবিরে ফের ধাক্কা ম্যাচ শুরুর আগেই।ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ।

বিসিসিআই কেন ঋষভকে মাঝ পথেই ছেড়ে দিল। ভারতীয় ক্রিকেট বোর্ড যে বিবৃতি দিয়েছে, সেখানে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।ভারতীয় ক্রিকেট বোর্ডের ট্যুইটারে লেখা হয়েছে, ‘বিসিসিআই মেডিক্যাল টিমের পরামর্শ নিয়েই ঋষভকে ওয়ানডে দল থেকে ছেড়ে দিয়েছে। টেস্ট সিরিজের আগে টিমে যোগ দেবে ও। ঋষভের পরিবর্তে কাউকে নেওয়া হচ্ছে না। প্রথম ওয়ানডে ম্যাচে দল নির্বাচনে অক্ষর প্যাটেল উপলব্ধ নয়।’ কিন্তু গতকাল ছুটিয়ে নেট সেশন করেছেন ঋষভ। তাহলে তিনি কি কোন চোট পেলেন ট্রেনিং এর সময়? নাকি অন্য কিছু ধোয়াশাই রেখে দিলে বিসিসিআই।এদিন টসের সময় রোহিত বলেন যে, দলে কিছু চোট-আঘাতের সমস্যা রয়েছে। পন্থের বদলে উইকেটের পিছনে থাকবেন কেএল রাহুল। এদিন কুলদীপ সেন আন্তর্জাতিক অভিষেক করেছেন। অন্যদিকে গত সেপ্টেম্বরে হাঁটুর চোটের জন্য অস্ত্রোপচার করা রবীন্দ্র জাদেজাও নেই ওয়ানডে সিরিজে। তাঁর টেস্ট খেলা নিয়েও রয়েছে সংশয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.