Advertisement
রাজনীতি

Mamata Banerjee : ২৯ তারিখ সজনেখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা

প্রসঙ্গত বিধানসভার শীতকালীন অধিবেশনের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনা যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২৯ নভেম্বর সজনেখালিতে যাওয়ার কথা মমতার।
জানা যায় সম্প্রতি কৃষ্ণনগর সফরে মুখ্যমন্ত্রী রাজ্যে নতুন দু’টি জেলা সুন্দরবন ও বসিরহাটের কথা জানিয়েছিলেন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ১৯টি ব্লক রয়েছে সুন্দরবনে। যার মধ্যে ১৩টি ব্লক দক্ষিণ ২৪ পরগনার। ওই ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা তৈরি করা হবে। পঞ্চায়েত ভোটের আগে সজনেখালিতে গিয়ে এ ব্যাপারে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনার মধ্যে যে ছ’টি ব্লক রয়েছে, সেগুলি নিয়ে বসিরহাট জেলা তৈরি করা হবে।
তাই ১৮ নভেম্বর, শুক্রবার থেকে রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ২৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠক রয়েছে। তার পরের দিন, অর্থাৎ ২৯ তারিখ সজনেখালি রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তবে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই সফরসূচি প্রসঙ্গে বিশদে জানা যায়নি। প্রসঙ্গত, বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে ইতিমধ্যেই জেলা সফর শুরু করেছেন মমতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.