Advertisement
রাজনীতিরাজ্য

দেশের বিচার ব্যবস্থার উপর ফের আস্থা ফিরেছে মানুষের, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

গত দু’মাসে দেশের আইনব্যবস্থার প্রতি আবার ভরসা ফিরছে সাধারণ মানুষের। রবিবার পশ্চিমবঙ্গ জাতীয় আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-সহ অন্য বিচারপতিরা। মুখ্যমন্ত্রী সেখানে বলেন, দেশের আদালত অনেকটা ‘ধর্মীয় স্থান’-এর মতো। মানুষ বিপদে পড়লে বিচারের আশায় আদালতের দোরগোড়ায় গিয়ে দাঁড়ায়। সেই ‘ধর্মস্থানের’ প্রতি মানুষের আস্থা এবং সম্মান যেন সব সময় অটুট থাকে।

ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘পড়ুয়াদের জন্য আজ ঐতিহাসিক দিন। আজ আপনারা আইনজীবী। কাল আপনাদেরই কেউ কেউ বসবেন বিচারপতির আসনে। আইন থাকবে আপনাদের হাতে।’’

মুখ্যমন্ত্রীর সংযোগ, ‘‘মানুষ যখন সমস্যায় পড়েন আইনের দরবারে ছুটে যান। দেশের বিচারব্যবস্থার উপর আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আদালত হল মন্দির, মসজিদ, গির্জার মতো। তাই আমরা বিশ্বাস রাখি মানুষের ক্ষোভ প্রশমন করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবেন।’’

সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতকে শুভেচ্ছা জানিয়ে মমতা বলেন, ‘‘বিচারব্যবস্থা ঠিক কাকে বলে, এই দু’মাসে আমরা প্রত্যক্ষ করেছি। বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে।’’

‘‘আমি বলছি না যে বিচারব্যবস্থার উপর আস্থা চলে গিয়েছিল মানুষের। কিন্তু বর্তমান পরিস্থিতিটাই এমন…। খারাপ থেকে আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। আইনব্যবস্থার উচিত মানুষের কান্না শোনা এবং বোঝা। কিন্তু আজ মানুষ দরজা বন্ধ করে কাঁদছে! এখন এমনই সব ঘটনা ঘটছে’’, মুখ্যমন্ত্রীর যোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.