Advertisement
দেশভাইরাল

প্রতিশোধ নিতে বাইকে আগুন থেকে পাথর বৃষ্টি ডেলিভারি বয়ের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

পুলিশের ওপর প্রতিশোধ নিতে বাইকে আগুন এবং পাথর বৃষ্টি করল এক যুবক। এরপর পুলিশের হতেই ধরা পড়ল সেই যুবক। পুরো ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে দিল্লির খান মার্কেট অঞ্চলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নাদিমের বয়স ২৩ বছর। তিনি ওই এলাকায় খাবার ডেলিভারির কাজ করে। গত সোমবার সেই রকমই একটি হোটেল থেকে খাবার নিয়ে এক বাড়িতে সরবরাহ করতে গিয়েছিল নাদিম। কলিং বেলে চাপ দিয়ে অপেক্ষা করছিলেন সেই বাড়ির দরজায়। তখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক মহিলা।

সেই অঞ্চলের এদিক কাছাকাছি ছিল এক পুলিশ। সেখানে গিয়ে ওই মহিলা অভিযোগ করে যে নাদিম তার দিকে অশোভনীয় ভাবে তাকাচ্ছিল। এরপর ওই মহিলার অভিযোগের ভিত্তিতে কর্তব্যরত এক পুলিশ গিয়ে নাদিমকে এক চড় মারেন। ঘটনা সেখানেই থেমে যায়। সমস্যার সূত্রপাত সেদিন হলেও আসল ঘটনা ঘটে তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার। মঙ্গলবার নাদিম আবার সেই পুলিশর কাছে ফিরে আসে।

সেখানে নিজের বাইকে সে নিজেই আগুন লাগিয়ে দেয় যা ছড়িয়ে পড়তে থাকে দ্রুত এবং ছড়িয়ে পড়ে পাশের এক আসবাবপত্রের দোকানেও। এরপর ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তখন পুলিশ নাদিম কে ধরতে গেলে সে চিৎকার করতে থাকে “পুলিশ কেন আমায় মারলো?” এবং পুলিশের দিকে লক্ষ্য করে একের পর এক পাথর ছুঁড়তে থাকে।

একসময় নাদিমের পাথর বৃষ্টি এড়িয়ে গিয়ে পুলিশ কোনমতে তাকে ধরে ফেলে। বেশ কিছুক্ষণ ধরে নাদিম আর পুলিশের ধস্তাধস্তি চালায়। তারপর পুলিশ তাকে ধরে বেঁধে নিয়ে যায় থানায়। এই পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির খান মার্কেটে এলাকায়। কিন্তু নাদিম নিজের বাইকে নিজেই কেন আগুন লাগালো তার কোন স্পষ্ট কারণ পায়নি পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.