Advertisement
ভাইরাল

আহত প্রায় ১০ শেয়ালের কামড়ে, আতঙ্কে গ্রাম

বাধা শিশু নিয়ে পালানোর সময়।পাল্টা গ্রামবাসীদের উপরই সরাসরি হামলা চালাল শেয়াল। প্রতিবছরই প্রায় ১০ থেকে ১৫ জন মানুষ শেয়ালের আক্রমণে আহত হচ্ছেন। বারবার প্রশাসনকে জানিও কোন সুরাহা মেলেনি। বুধবারই শেয়ালের আক্রমণে আহত হন চারজন মহিলা, দুজন শিশু সহ গ্রামের ১০ জন মানুষ।বুধবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) সুতি থানার উমরাপুর পঞ্চায়েতের বাউড়িপুনির উল্লাপাড়া গ্রামে। তড়িঘড়ি আক্রান্তদের নিয়ে যাওয়া হয় শমসের গঞ্জের অনুপগড় ব্লক হাসপাতালে।যদিও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। পুরো ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসীরা।

জানা গিয়েছে, বুধবার সকালেই একটি শিয়াল একটি শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করছিল। গ্রামবাসীরা তা দেখতে পেয়ে শেয়ালকে তাড়া করলে গ্রামবাসীদের উপর চড়াও হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। রক্ত ক্ষরণও হয়েছে অনেকের।স্থানীয় বাসিন্দাদের দাবি, উল্লাপাড়া গ্রামটি মাঠ সংলগ্ন এলাকা হওয়ায় যখন তখন এমন ঘটনা ঘটছে। আর বারবার ঘটে চলেছে এই ঘটনা। প্রতিবছরই এই আতঙ্কেই দিন কাটাছেন তাঁরা। অবিলম্বে শেয়ালের হাত থেকে রক্ষা করতে বন দফতর ও প্রশাসনকে ব্যবস্থা নিতে আর্জি জানান গ্রামবাসীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.