Advertisement
রাজ্য

ভিনরাজ্য থেকে গ্রেফতার শিবপুর কান্ডের অভিযুক্তরা

সম্প্রতি হাওড়ার শিবপুরে গাড়ি এবং ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। তারপরই শুরু হয় তদন্ত। শিবপুর কাণ্ডে অবশেষে ধরা পড়ল পাণ্ডে ভাইয়েরা। উড়িষ্যা এবং গুজরাট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের সঙ্গে তাদের সহযোগীকেও গ্রেফতার করা হয়।

কিছুদিন আগেই পূর্বে হাওড়ার শিবপুরের মন্দিরতলা এলাকার এক ব্যবসায়ীর গাড়ির ভিতর কোটি কোটি টাকা উদ্ধার করে হাওড়া এবং কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পরবর্তীতে তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সবমিলিয়ে মোট ৮ কোটি ১৫ লক্ষ টাকার খোঁজ পাওয়া যায়। এই ঘটনায় সর্বত্র চাঞ্চল্য ছড়ায়।

শৈলেশ পাণ্ডে নামে অভিযুক্ত ওই ব্যক্তির বাড়িতে পুলিশ তল্লাশি চালানোর আগেই গোটা পরিবার পলাতক হয়। পরবর্তীতে শৈলেশ, তার ভাই অরবিন্দ পাণ্ডে, রোহিত পাণ্ডে এবং এক সহযোগীর উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দেয় পুলিশ। অবশেষে এদিন উড়িষ্যা থেকে তিন ভাই এবং গুজরাট থেকে তাদের এক সহযোগী পুলিশের হাতে ধরা দেয়।

গোটা পরিবার ভিন রাজ্যে আত্মগোপন করলেও অবশেষে পাণ্ডে ভাইয়েরা পুলিশের হাতে ধরা পড়ল। ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসার কথা রয়েছে। এরপর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তের মূল রহস্য সন্ধানে তৎপর পুলিশ প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.