Advertisement
রাজনীতিরাজ্য

বিজেপির কোর কমিটির তালিকায় স্থান পেলেন মিঠুন চক্রবর্তী, যুক্ত হয়েছে নতুন নাম, বাদ পড়েছেন রূপা গঙ্গোপাধ্যায়!

গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। গত কয়েকদিনে স্বমহিমায় রাজনীতিতে যোগ দিয়েছেন এই অভিনেতা। অবশেষে রাজ্য বিজেপির কোর কমিটিতে স্থান পেলেন তিনি। একইসঙ্গে এদিন বিজেপির কোর কমিটিতে জায়গা পেয়েছে একাধিক নতুন ব্যক্তিত্ব।

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বাংলায় দলীয় সংগঠনকে মজবুত করতে মরিয়া গেরুয়া শিবির। তবে সম্প্রতি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দলীয় কর্মী সমর্থকদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে। তবে এর মাঝেই বিজেপির কমিটির ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এবার সেই তালিকাতেই স্থান পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীই। তবে বাদ পড়েছেন রুপা গঙ্গোপাধ্যায়। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একটি তালিকা ঘোষণা করেন। সেখানে বিজেপির কোর কমিটিতে মোট ২৪ জন জায়গা পেয়েছেন। বিগত বেশ কয়েক বছরের তুলনায় এই সংখ্যাটি যথেষ্ট চমক দিয়েছে বলেই দাবি বিজেপি নেতৃত্বের। এক্ষেত্রে উক্ত কমিটিতে প্রাক্তনদের পাশাপাশি নব্যদেরও সমান সুযোগ দেওয়া হয়েছে।

ভারতীয় জনতা পার্টির ২৪ জনের কোর কমিটিতে ২০ জন সাধারণ সদস্যের পাশাপাশি চার জনকে আমন্ত্রিত সদস্য হিসেবে স্থান দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছেন সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকরা। তালিকার শীর্ষে নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এরপর নাম রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

তারপর রয়েছেন দিলীপ ঘোষ। নয়া কমিটিতে রাহুল সিনহাকে যেমন স্থান দেওয়া হয়েছে, আবার অপরদিকে নতুনদের মধ্যে স্থান দেওয়া হয়েছে শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক এবং জন বার্লা। একই সঙ্গে কমিটিতে রয়েছেন স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন।

বিজেপির কোর কমিটির তালিকা :
১. শুভেন্দু অধিকারী
২. সুকান্ত মজুমদার
৩. দিলীপ ঘোষ
৪. মিঠুন চক্রবর্তী
৫. রাহুল সিনহা
৬. নিশীথ প্রামাণিক
৭. শান্তনু ঠাকুর
৮. জন বার্লা
৯. দেবশ্রী চৌধুরী
১০. সুভাষ সরকার
১১. স্বপন দাশগুপ্ত
১২. অনির্বাণ গঙ্গোপাধ্যায়
১৩. মনোজ
১৪. অগ্নিমিত্রা পাল
১৫. দীপক বর্মন
১৬. লকেট চট্টোপাধ্যায়
১৭. জগন্নাথ চট্টোপাধ্যায়
১৮. অমিতাভ চক্রবর্তী
১৯. সতীশ ধন্ড
২০. জ্যোতির্ময় সিং
২১. সুনীল বনশল
২২. মঙ্গল পাণ্ডে
২৩. অমিত মালব্য
২৪. আশা লাকরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.