Advertisement
খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনির দেখানো পথেই হাঁটবেন বাবর

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন পরিকল্পনা পাক অধিনায়ক বাবর আজমের। বিশ্বকাপে সাফল্য পেতে মাথা ঠান্ডা রাখাতে চাইছেন বাবর। যে কোনও পরিস্থিতিতেই নিজের উত্তেজনা নিয়ন্ত্রণ করতে চান পাক অধিনায়ক। মুখে না বললেও বাবরের এই নয়া দর্শন মনে করিয়ে দিচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা।

ক্রিকেট বিশ্বে ‘ক্যাপ্টেন কুল’ হিসাবে পরিচিত মহেন্দ্র সিং ধোনি। অতীতে তিনি অসম্ভব চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে নেতৃত্ব দিয়ে একাধিক ম্যাচ জিতিয়েছেন ভারতকে। এবার তাঁরই পথ অনুসরন করতে চলেছেন পাক অধিনায়ক। শুধু নিজেই নন, বাবর চান দলের সকলেই মাথা ঠান্ডা রাখুন যে কোনও পরিস্থিতিতে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাবর অবশ্য ধোনির কাছ থেকে একাধিক পরামর্শ নিয়েছিলেন।

বহুবছর হয়ে গেল ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। সপাক অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের প্রস্তুতি এবং ত্রিদেশীয় সিরিজ়ে খেলা সবই মূলত ওই একটা ম্যাচের দিকে তাকিয়ে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিপুল উত্তেজনা। এই ম্যাচে ভাল ফল করার সব থেকে ভাল উপায় মাথা ঠান্ডা রাখা এবং স্বাভাবিক থাকা। তাতে পারফরম্যান্সও ভাল হয়। ওই বিশেষ দিনে আমরা নিজেদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিন আফ্রিদি চোটমুক্ত হয়ে দলে ফিরেছেন। তা নিয়ে বাবর বলেছেন, ‘‘এই প্রতিযোগিতা আমাদের কাছে অবশ্যই বড় সুযোগ। ছেলেরা এখানকার (নিউজ়িল্যান্ড) পরিবেশের সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছে। ভাল পারফর্মও করছে। আমাদের বোলাররা প্রতি ম্যাচেই বেশ ভাল বল করছে। ব্যাটররাও রান পাচ্ছে। বিশ্বকাপের আগে আমরা যে ভাবে খেলছি, তা সন্তোষজনক। এই সিরিজ আমাদের অনেক আত্মবিশ্বাসী করেছে।’’

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৩শে অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে বাবরের দল। দলের প্রস্তুতিতে খুশি পাক অধিনায়ক। গত বারের মতো এবারও বাবর রোহিত শর্মাদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.