Advertisement
রাজনীতিরাজ্য

মোমিনপুর হিংসায় হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা, গ্রেফতার ৪২, এলাকায় টহল দিচ্ছে RAF

লক্ষ্মীপুজোর দিন মোমিনপুরে তাণ্ডবের বিরুদ্ধে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয় উচ্চ আদালতে। কলকাতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জাননো হয় আদালতের কাছে। সূত্র মারফত খবর, এই ঘটনায় নব্যেন্দু কুমার বন্দোপাধ্যায় নামে এক জনৈক ব্যক্তি ই-মেল করে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে একটি চিঠি দেন। নব্যেন্দুবাবুর দাবি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা দায়ের করা হোক এই হিংসাত্মক ঘটনায়।

অপরদিকে গতকালই (মঙ্গলবার) মোমিনপুরের ঘটনা নিয়ে হাই কোর্টে মামলা দায়ের করেন বিজেপির আইনজীবী সেলের সদস্য সুস্মিতা সাহা দত্ত। তিনিও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং ঘটনায় এনআইএ তদন্তের দাবি তোলেন। এরপর মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি জয়মাল্য বাগচী।

মোমিনপুরে হিংসা ছড়ানোর ঘটনায় এখনও পর্যন্ত রাজ্য পুলিশের হাতে গ্রেফতার করা হয়েছে মোট ৪২ জনকে। এমনকি গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। এলাকা জুড়ে অনবরত টহল দিচ্ছে র‍্যাফ। আজ পর্যন্ত একবালপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে জানা হয়েছে, পরিস্থিতি এই মুহুর্তে নিয়ন্ত্রণেই রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.