Advertisement
রাজনীতিরাজ্য

জামিনের আবেদন করলেন না পার্থ, প্রাক্তন মন্ত্রীকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর আগে ইডি হেফাজতে ছিলেন। অবশেষে এদিন হতাশ হয়ে এসএসসি মামলায় জামিনের জন্য আদালতের কাছে কোনও রকম আবেদনই করলেন না পার্থ। এরপরই প্রশ্ন উঠেছে, তবে কি হেফাজত থেকে বেড়ানোর সব আশা ছেড়ে দিয়েছেন তিনি?

সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় এরপর ইডি হেফাজতে থাকেন এই তৃণমূল নেতা। এরপর সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে নেয় পার্থকে। এবার আদালতের নির্দেশে ফের একবার ১৪ দিনের জেল হেফাজত হল প্রাক্তন মন্ত্রীর। অর্থাৎ আগামী ১৯শে অক্টোবর পর্যন্ত জেলই তাঁর ঠিকানা।

তবে অতীতে যতবারই আদালতে শুনানি হয়, ততবারই জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, কখনো শারীরিক অসুস্থতা, আবার কখনো অশ্রু চোখে জামিনের আবেদন করতে দেখা গিয়েছে এই প্রাক্তন মন্ত্রীকে। তবে এদিন জামিনের কোন রকম উচ্চবাচ্যও করেননি প্রাক্তন তৃণমূল কংগ্রেস মহাসচিব।

এরপরই জল্পনা শুরু হয়েছে, অতীতে বহুবার জামিনের আবেদন করলেও এদিন কেন চুপ রইলেন পার্থ? তাহলে কি আদালতের নির্দেশে জামিনের সব রকম আশা ছেড়ে দিয়েছেন তিনি? প্রসঙ্গত উল্লেখ্য, পার্থের পাশাপাশি এদিন শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.