Advertisement
কলকাতা

উদ্বোধন হল পুনর্নির্মিত টালা ব্রিজের, আপাতত চলবে ছোট গাড়ি

২০২০ সালের ৩১শে জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয় টালা ব্রিজ। তার পর ফেব্রুয়ারি মাসে এই ব্রিজ ভেঙে ফেলার কাজ শুরু হলেও রেলের অংশে ব্রিজ নির্মাণের অনুমোদন পাওয়া যায় ওই বছরের ডিসেম্বর মাসে। তারপর নির্মাণ শুরু হয় ২০২১ সালের জানুয়ারিতে। এবার পুনর্নির্মিত ব্রিজটি অবশেষে উদ্বোধন হল ২২শে সেপ্টেম্বর ২০২২।

উত্তর কলকাতার এই সেতুটি শহরের গুরুত্বপূর্ণ ব্রিজ গুলির একটি। মাঝেরহাট ব্রিজের ধাঁচে তৈরি হওয়া এই সেতুর নয়া অবতার আগের থেকে আরও বেশি আধুনিক এবং ভারবহনের ক্ষমতাসম্পন্ন। পুনর্নির্মিত এই সেতুতে গাড়ি চলাচলের একটি লেন বাড়িয়ে চারটি করা হয়েছে। ভারবহন ক্ষমতাও বাড়িয়ে করা হয়েছে ৩৫০ টন। এই নবনির্মিত সেতুটি চালু হওয়াতে শুধু কলকাতায় নয়, উত্তর ২৪ পরগণার মানুষও উপকৃত হবেন। এছাড়া যানজটও এড়ানো যাবে।

আপাতত এই ব্রিজ থেকে যাবে ছোট গাড়ি। ৮০০ মিটার লম্বা টানা ব্রিজের নতুন নির্মাণে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। নতুন ব্রিজে দুটি ফ্ল্যাংকে চারটি লেন রয়েছে। শুধুমাত্র রেল ওভারব্রিজের অংশে রয়েছে ফুটপাত। এই ফুটপাতের সঙ্গে ব্রিজের চার লেনের কোন সংযোগ নেই বা কোন কাট-ওয়ে নেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, ফুটপাতের সঙ্গে ব্রীজের কাট-ওয়ে এবং ব্রিজ সংলগ্ন এলাকায় আগের মতোই বাস স্টপেজ রাখতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.