Advertisement
রাজনীতি

খড়্গপুরে সভাধিপতি বাছাইয়ের বৈঠকে মুখ্যমন্ত্রীর রোষের মুখে সুফিয়ান

এই মুহূর্তে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার খড়্গপুরে দুই মেদিনীপুরের বিধায়ক, পুরসভার পদাধিকারী ও পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করেন মমতা। সেখানে হঠাৎই ২০২১ সালে বিধানসভার ভোট গোনার দিন সম্পর্কে এই প্রশ্নটি করলেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, সে দিন কোথায় ছিলেন সুফিয়ান? পাশাপাশি তিনি নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর বাবা শিশির অধিকারীকেও। এদিন সভাধিপতি বাছাইয়ের এই বৈঠকে তিনি একটা সময়ে চমকাইতলা থেকে নন্দীগ্রাম, নিজের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের কথা শোনাচ্ছিলেন। তখনই তিনি বলেন, ‘‘নন্দীগ্রাম আন্দোলনের সময়ে বাপ-বেটা কোথায় ছিলেন? আমি তো নন্দীগ্রামের ভিতরে ভিতরে আনিসুর রহমানের মোটরবাইকে করে ঘুরেছি।’’

জবাবে শিশির অধিকারী পাল্টা বলছেন, ‘‘এই বলছেন, নন্দীগ্রামের সব দায় আমাদের। আবার বলছেন, আমরা কিছুই করিনি। উনি কখন কী বলেন কোনও মাথামুণ্ডু নেই। ওঁর মন্তব্য নিয়ে যত কম কথা বলা যায় ততই ভাল।’’ ২০২১ বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান।বর্তমানে সুফিয়ান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি। সেই সূত্রেই সভাধিপতি বাছাইয়ের বৈঠকে খড়্গপুরে ডাক পেয়েছিলেন তিনি।

তাই এই বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মমতা বলেন, ‘‘সুফিয়ান তো সহ-সভাধিপতি আছে। সভাধিপতি পদ যে হেতু ওবিসি সংরক্ষিত, তাই আমি চাই উত্তম বারিক সভাধিপতি হোন। এঁরা দু’জন সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করুন।’’ এই ঘোষণার সময় নন্দীগ্রাম ১ ব্লকের জেলা পরিষদ সদস্য নাসিমা খাতুন বলে ওঠেন, ‘‘দিদি, নন্দীগ্রামে ব্লক সভাপতি বদলাতে হবে। জেলা তৃণমূলের সাংগঠনিক চেয়ারম্যানও বদল করতে হবে। এঁরা বিধানসভা ভোটে সক্রিয় ছিলেন না।’’

এই প্রসঙ্গেই সুফিয়ানের নাম ধরে মমতার জিজ্ঞাসা, ‘‘সে দিন তুই কোথায় ছিলি! আমি হারার পরে রিকাউন্টিং চেয়েছিস?’’ জবাবে সুফিয়ান দাঁড়িয়ে বলেন, ‘‘দিদি আপনাকে যাঁরা বলছেন, তাঁরা ভুল বার্তা দিচ্ছেন। আমি গণনা কেন্দ্রেই ছিলাম। আপনার সঙ্গে ছিলাম ,আছি এবং থাকব।’’ এর পরে নরম স্বরেই নেত্রী বলেছেন, ‘‘আমি তোকে স্নেহ করি।’’

কিছুদিন আগে নন্দীগ্রামে সাংগঠনিক রদবদলে তাঁর অনুগামীরা স্থান না পাওয়ায় রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছিলেন সুফিয়ান। তবে এদিন মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে তিনি বলেন, ‘‘নেত্রী আমাকে স্নেহ করেন বললেন। আসলে সেই নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে চেনেন তো। আর যা কথা হয়েছে, সে সব সংবাদমাধ্যমে বলার নয়।’’ এবিষয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, ‘‘নন্দীগ্রামের পরাজয় কোনও দিনই ভুলতে পারবেন না মমতা। তাই তো এ বার প্রশাসনিক সফরে এসে পূর্ব মেদিনীপুরে থাকছেন পর্যন্ত না।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.