Advertisement
রাজ্য

অবশেষে গ্রেফতার বাগুইআটি জোড়া খুনের আসামী সত্যেন্দ্র! কিভাবে ধরল পুলিশ ? জেনে নিন বিস্তারিত

বাগুইআটির দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্করকে হত্যার ঘটনায় সত্যেন্দ্র চৌধুরীকে খুঁজছিল পুলিশ। বৃহস্পতিবার থেকে এই মামলায় তদন্ত শুরু করে সিআইডিও। কিন্তু অভিযুক্ত সত্যেন্দ্র কিছুতেই হাতের নাগালে আসছিল না। অবশেষে ধরা পড়ল। শুক্রবার হাওড়া স্টেশন থেকে তাকে ধরে পুলিশ।

একটা ছোট্ট ভুলেই পুলিশের জালে ধরা পড়ল সত্যেন্দ্র। পুলিশ সূত্রে খবর, সত্যেন্দ্র এতবার করে সিম বদলাচ্ছিল যে তার লোকেশন ট্র্যাক করা মুশকিল হচ্ছিল। অবশেষে শুক্রবার হাওড়া স্টেশন চত্বর থেকে তাকে পাকড়াও করে পুলিশ। ট্রেনে চেপে সে অন্যত্র পালাতে চাইছিল। সেখানে টিকিটও কাটছিলেন।

তবে পালানোর আগে এক আত্মীয়ের থেকে অনলাইনে টাকা নিয়েছিলেন সত্যেন্দ্র। ঘটনাচক্রে, সত্যেন্দ্রের এই আত্মীয়েরও ফোন ট্র্যাক করেছিল পুলিশ। সেখান থেকেই পুলিশ জানতে পারে যে, পালানোর চেষ্টা করছে সত্যেন্দ্র। টাকা ফুরিয়ে যাওয়ায় ওই আত্মীয়ের কাছ থেকে টাকাও চাইছে। ব্যাস তারপরেই সত্যেন্দ্রর সব জারিজুরি শেষ হয়।

একটি ভুল করে বসে সত্যেন্দ্র। এদিন টিকিট কাটার তাড়ায় অনলাইন লেনদেনের সময় আর সিম বদলাতে পারেনি। ফোনের টাওয়ারের তথ্য থেকে পুলিশ জানতে পারে, সত্যেন্দ্র হাওড়া স্টেশনে রয়েছে। খবর পেয়েই তড়িঘড়ি দ্রুত স্টেশন চত্বরে পৌঁছয় পুলিশের একটি দল। তারপর সেই পুলিশের দলটিই গ্রেফতার করে সত্যেন্দ্রকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.