Advertisement
খেলা

আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের একাধিক ব্যাটার! ভারতের মাত্র এক

এশিয়া কাপে দুরন্ত ছন্দে পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার মহম্মদ রিজওয়ান। একাই ব্যাট হাতে চমক দিচ্ছেন তিনি। একারণে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন রিজওয়ান। টপকে গিয়েছেন নিজের অধিনায়ক বাবর আজমকেই। তালিকায় ভারতের একমাত্র সূর্যকুমার যাদব।

হংকংয়ের বিরুদ্ধে রিজওয়ান ৭৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। আবার ভারতের বিরুদ্ধে ৭১ রান করেন। রিজওয়ানের সংগ্রহে ৮১৫ পয়েন্ট। আর পাক অধিনায়ক বাবার আজম পেয়েছেন ৭৯৪। ফলে ব্যাটারদের মধ্যে এক ও দুই নম্বরে রয়েছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার। এবার এশিয়া কাপে বাবর অবশ্য জ্বলে উঠতে পারেননি।

এরপর তালিকায় তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মারক্রাম। চার নম্বরে ভারতের সূর্যকুমার যাদব। তাঁর সংগ্রহ ৭৭৫ পয়েন্ট। আইসিসি র‍্যাঙ্কিংয়ের ক্রমতালিকায় প্রথম দশ ব্যাটারের মধ্যে সূর্যকুমার ছাড়া ভারতের আর কেউ নেই। সূর্য অবশ্য দেশের ঘরোয়া ক্রিকেটে ক্রাইসিস ম্যান হিসেবে পরিচিত।

হতশ্রী বোলিংয়ের জেরে পর পর দুটি ম্যাচ হেরেছে ভারত। সেই কারণে সেরা দশে নেই কোনও ভারতীয় বোলার। এক নম্বর বোলার অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড। দুই নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার শামসি। তিন ও চারে যথাক্রমে ইংল্যান্ডের আদিল রশিদ ও আফগানিস্তানের রশিদ খান।

অলরাউন্ডারদের ক্রমতালিকায় একনম্বরে আফগান ক্রিকেটার মহম্মদ নবি। দুই নম্বরে বাংলাদেশের শাকিব আল হাসান। পাঁচ নম্বরে ভারতের হার্দিক পান্ডিয়া। তিন ও চারে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের মইন আলি ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.