Advertisement
রাজ্য

ক্রেনে করে মন্ডপে তোলা হবে প্রতিমা, সাক্ষ্মী থাকতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীন

এটি কলকাতার সবচেয়ে হেভিওয়েট দুর্গা প্রতিমা

দুর্গা পূজার আর বাকি মাত্র ২৫ দিন। সারা শহর জুড়ে হইচই পড়ে গিয়েছে। শহর কলকাতায় শারদোৎসবের আয়োজন তুঙ্গে। উত্তর কলকাতার কয়েকটি পূজার উপর সকলের নজর থাকে। এমনি একটি পূজা হল শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীন। এবার তারা তৈরি করেছে সবচেয়ে হেভিওয়েট দুর্গা।

এবছর আর করোনার থাবা নেই। তাই পুজোর আয়োজনও চলছে জোর কদমে। তাই এবছর শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীনে মেগা প্রতিমা। ওজন এক মেট্রিক টন। প্রতিমা তৈরিতে খরচ হয়েছে ১০,০০,০০০ টাকা। এই প্রতিমা তৈরি হয়েছে অষ্টধাতু দিয়ে। বেনিয়াটোলা সর্বজনীনের এই মূর্তি এযাবৎ কালের মধ্যে কলকাতায় সবথেকে হেভিওয়েট।

এই মেগা মূর্তি ষোলো চাকার ট্রেলারে নিজেদের পাড়ায় নিয়ে আসতে চলেছে শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি। তারপরের আয়োজন আরও রাজসূয়। এক জাহাজ কোম্পানি থেকে সুবিশাল ক্রেন আনতে চলেছে পুজো কমিটি।

সেই ক্রেনে করেই প্রতিমা ট্রেলার থেকে অত্যাধুনিক লিফটিং পদ্ধতিতে প্রবেশ করানো হবে মণ্ডপে। ইউনেসকো পুজোর প্রাক্কালে এই অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকতে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছে শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.