Advertisement
রাজনীতি

বিনয় মিশ্রর সঙ্গে কথা হয়েছে, এটা প্রমাণ করার দায়িত্ব অভিষেকের, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

অভিষেক বন্দ্যেপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাকে নিয়ে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের করা মন্তব্যের পাল্টা জবাব দিলেন এই বিরোধী দল নেতা। তিনি জানিয়ে দিলেন, ‘আমার ফোন নম্বর থেকে এই ধরনের চোরেদের সঙ্গে কথা হয়েছে, এটা প্রমাণ করার দায়িত্ব আপনার’।

কয়লাকাণ্ডে গতকাল (শুক্রবার)অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করল ইডি। প্রায় সাড়ে ৬ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবদের পর সিজিও কমপ্লেক্স থেকে ছাড়া পান ডায়মন্ড হারবারের সাংসদ।

এরপরই অভিষেক শুভেন্দু অধিকারী সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করে বলেন, ‘৮ মাস আগে পাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্রের সঙ্গে ফোনে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তোমার কেস দেখে নেব বলে আশ্বাস দিয়েছে শুভেন্দু। সঠিক সময়ে সেই ফোন রেকর্ড প্রকাশ্যে আনব’।

এরই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি মিথ্যা বললে শুভেন্দু মানহানির মামলা করুন। আদালতে অডিয়ো ক্লিপ জমা দেব। অডিয়ো ক্লিপের ফরেনসিক পরীক্ষা হোক’। এই অভিযোগের পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারীও বলেন, ‘বিনয় মিশ্রকে যুব ভাইস প্রেসিডেন্ট করেছিলেন অভিষেক। যুব দলের সাধারণ সম্পাদকও করেছিলেন। বিনয় মিশ্রের সঙ্গে ওঁর কী সম্পর্ক, সবাই জানে। আমার ফোন নম্বরও সবাই জানে। আপনি আবারও লিখে নিতে পারেন। অনেক কথাই বলেন আপনি’।

নন্দিগ্রামের বিধায়ক আরও বলেন, ‘এর আগেও বলেছিলেন, আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে, কাউকে বলতে হবে না, ফাঁসির মঞ্চে আমি নিজেই ঝুলব! এতবার ইডি ডাকছে, কী কী প্রশ্ন করছে, বলুন না যদি সাহস থাকে। ইডি তো আমাকে, আপনাকে ডাকছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আর কয়েকটা ভাইপো-ভাইঝি আছে। তাঁদেরও তো ডাকছে না। কয়লা ভাইপোকেই শুধু ডাকছে কেন? কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না’।

কয়লা পাচার কাণ্ডে একেবারে প্রথমেই প্রকাশ্যে আসে একটি নাম, বিনয় মিশ্রর। সিবিআই ও ইডি যৌথ ভাবে তদন্ত শুরু করতেই দেশ ছেড়ে পালায় বনিয়। জানা গিয়েছে, তিনি এখন প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে রয়েছে বলে জানা যাচ্ছে। কয়লা ও গোরুপাচারকাণ্ডের মূল অভিযুক্ত বনয়ে আইনজীবীর মাধ্যমে আদালতকে জানায়, সিবিআই ও ইডি যদি প্রতিশ্রুতি দেয় যে তাকে গ্রেফতার করা হবে না এবং ভিসা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করা হবে, তবেই সে দেশে ফিরবে! আগেই সিবিআই রেড কর্নার নোটিশ জারি করেছে। ওই ব্যক্তির খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে সিবিআই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.