Advertisement
রাজ্য

দীঘায় ঘুরতে এসে স্বামীর সঙ্গে ঝগড়া, অভিমানে হোটেলে আত্মঘাতী স্ত্রী

দীঘায় ফের আত্মহত্যা পর্যটকের

দীঘায় বেড়াতে এসে স্বামী-স্ত্রীর অন্তর্কলহ। শেষে স্বামীর অনুপস্থিতিতে আত্মহত্যা করে স্ত্রী। গলায় ফাঁস দিয়ে হোটেলেই মৃত্যু হয় ওই মহিলার। মৃত মহিলার নাম দীপাঞ্জলী রায়। তার বয়স ৫৫। মৃত মহিলার স্বামী সুভাস রায় বাড়ি, উত্তর২৪ পরগনা

জানা গিয়েছে, গতকাল (সোমবার) স্বামী স্ত্রী দুজনে মিলে দীঘায় বেড়াতে আসেন। ওই দম্পতি নিউ দীঘার একটি হোটেলে ওঠেন, গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরপরেই সুভাষ রায় হোটেলের থেকে বেরিয়ে যান। তারপরই স্ত্রী দীপাঞ্জলি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

পরে সুভাষ বাবু হোটেলে কর্মচারীদের ডেকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রী কে উদ্ধার করেন। এরপর তার স্ত্রীকে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দীঘা মোহনা কোস্টাল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.