Advertisement
রাজ্য

সেজে উঠছে সাগরদিঘি, কয়েক মাসের মধ্যেই নতুন রূপ নেবে হেরিটেজ কোচবিহার

কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। গত কয়েক বছর ধরে আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞরা এবং কোচবিহারের হেরিটেজ কমিটি নীরলস পরিশ্রম করে তৈরি করেছে শহরের হেরিটেজ স্থাপত্যের তালিকা। এবার সেই স্থাপত্য এবং সাইটগুলি সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। প্রস্তাব নেওয়া হয়েছে হেরিটেজ কমিটির সদস্যদের। এই কমিটিতে রয়েছেন কোচবিহারের বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক এবং ইতিহাস নিয়ে চর্চাকারী ব্যক্তিগণ। ঠিক করা হয়েছে, কোচবিহার শহর ঢোকার মুখে খাগড়াবাড়িতে একটি গেট তৈরি করবে প্রশাসন। পাশাপাশি কোচবিহারের অন্যতম আকর্ষণ সাগরদিঘী চত্বরকে সাজিয়ে তোলা হবে।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ। সাগরদিঘির চারদিকে তৈরি শুরু হয়েছে সীমানা প্রাচীর। বৈরাগী দিঘির পারে ও তৈরি হচ্ছে প্রাচীর। জেলা প্রশাসনের তরফ থেকে যা পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে বদলে যাবে কোচবিহার সাগরদিঘি চত্বরের চিত্র।জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন, সাগরদিঘি চত্বরে ভ্রমণকারীদের হাঁটার জন্য থাকবে ফুটপাতের ব্যবস্থা। এছাড়াও সন্ধ্যেবেলা সেজে উঠবে আলোক মালায়।

একইভাবে কোচবিহারের ঐতিহাসিক স্থাপত্যগুলি সংস্কার করে তা আলোকিত করা হবে। যার দায়িত্ব দেওয়া হচ্ছে কেএম ডি এ কে। ইতিমধ্যেই কে এম ডি এ , পূর্ত বিভাগ ও অন্যান্য বিভাগের সঙ্গে বৈঠক সেরেছেন জেলাশাসক পবন কাদিয়ান। সবকিছু ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যেই সেজে উঠবে “হেরিটেজ কোচবিহার।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.