Advertisement
রাজনীতি

কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা, সব পদ থেকে দিলেন ইস্তফা

কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে পদত্যাগ পত্র গুলাম নবি আজাদের, সব ক্ষেত্রে রাহুল গান্ধীকে দায়ী করেছেন তিনি

কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছেদ করলেন গুলাম নবি আজাদ। কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন গুলাম। শুক্রবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে পাঁচ পাতার পদত্যাগ পত্র পাঠান কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম। এই পদত্যাগ পত্রে দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে নানা ভাবে দোষারোপ করেছেন।

পদত্যাগ পত্রে সমস্ত ক্ষোভ উগড়ে দিয়ে কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম লেখেন, ‘গোটা সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়াই একটা প্রহসন। দেশের কোথাও সংগঠনের কোনও পর্যায়ের নির্বাচনই হয়নি।’ এরপরই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে নিশানা করে তিনি লেখেন, ‘এই সব ঘটেছে, তার কারণ, গত আট বছরে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি একজন ‘অপরিণত’ ব্যক্তিত্ব।’

এছাড়া সনিয়া গান্ধীকে লেখা ওই পদত্যাগ পত্রে রাহুলকে নিশানা করে গুলাম লেখেন, ‘অপরিণত হওয়ার সবচেয়ে জ্বলন্ত উদাহরণগুলির মধ্যে একটি হল, সংবাদ মাধ্যমের সামনে রাহুল গান্ধীর হাতে সরকারি অধ্যাদেশ ছেঁড়া…। এই ধরনের শিশুসুলভ আচরণ প্রধানমন্ত্রী ও ভারত সরকারের কর্তৃত্বকে ধ্বংস করেছে। ২০১৪ সালে নির্বাচনে ইউপিএ সরকারের পরাজয়ের নেপথ্যে যে অবদানগুলি রয়েছে, তার মধ্যে এটি অন্যতম।’

এছাড়া ওই পত্রে কংগ্রেসের সঙ্গে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। কিছু দিন আগেই জম্মু ও কাশ্মীরের প্রচার কমিটি এবং রাজনৈতিক বিষয়ক প্যানেল থেকে ইস্তফা দিয়েছিলেন গুলাম নবি আজাদ। এবার কংগ্রেসের ‘হাত’ই ছাড়লেন এই বর্ষীয়ান নেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.