Advertisement
অফবিট

গ্রুপ ডি পদে অষ্টম শ্রেণী পাশে চলছে হাজার হাজার কর্মী নিয়োগ!

সরকারি কিংবা বেসরকারি একটা না একটা চাকরি সকলেই চাই। যাতে ভবিষ্যত জীবন কিছুটা সংরক্ষিত হয়। নতুন বছরের শুরুতেই বেকার চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত Modern India Concast Limited -এর তরফে এবার কয়েকশ কর্মী নিয়োগ হতে চলেছে। বেশ পুরনো সংস্থাটি। রাজ্য সরকারের হাতেই রয়েছে এর নিয়ন্ত্রণ। এই রাজ্যের মেদিনীপুর জেলায় অবস্থিত এই সংস্থাটি। সম্প্রতি মডার্ন ইন্ডিয়া কনকাস্ট লিমিটেডের তরফ থেকে গ্রুপ -ডি পদে কয়েকশো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া আবেদন করতে পারবে অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাস তরুণ তরুণীরা। তবে এই রাজ্যের বাসিন্দা হতে হবে আবেদনকারীকে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমেই পেয়ে যাবেন নিয়োগ পত্র। দ্রুত আবেদনের কথা জানানো হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক আবেদন সহ শূন্য পদের যাবতীয় খুঁটি নাটি তথ্য সম্পর্কে । 

প্রথমে আশি শূন্য পদ সম্পর্কে –

রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা Modern India Con-Cast Limited এর  তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ,

১)   Tapping Helper :

শূন্যপদ – ৬০ টি 

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সঙ্গে আবেদনকারীকে সু- স্বাস্থ্যের অধিকারী হতে হবে । 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদন কারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । 

২) Drivers : 

শূন্যপদ – ২০ টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি আবেদনকারি যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে । 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদন কারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । 

৩) Helpers :

শূন্যপদ – ৫২ টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সঙ্গে আবেদনকারীকে সু- স্বাস্থ্যের অধিকারী হতে হবে । 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদন কারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । 

৪)  Car Operator : 

শূন্যপদ – ৪ টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি আবেদনকারি যানবাহন চালানো এবং রক্ষনা বেক্ষনের অভিজ্ঞতা থাকতে হবে । 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদন কারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।

৫) Tapper : 

শূন্যপদ – ৭ টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদন কারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।

৬) Control Room Operator/Batch Operator :

শূন্যপদ – ৫ টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

বয়স সীমা – এক্ষেত্রে আবেদন কারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।

আবেদন পদ্ধতি – 

এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে । অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই । প্রথমে সংশ্লিষ্ট সংস্থার ওয়েব সাইটে গিয়ে আবেদন পত্র দাউন লোড করে নিতে হবে । এরপর আবেদন পত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । সব শেষে আবেদনকারীকে তার নিজের ছবি সাঁটিয়ে এবং সই স্ক্যান করে তাউপ্লদ করতে  হবে আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সব শেষে আবেদন পত্রটি সাবমিট কোর্টে হবে । 

জৃী

নিয়োগ পদ্ধতি – 

এ ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই ্নে্ই । শুধুমাত্র ইন্টার্ভিউ  এবং প্রার্থীর যোগ্যতা জাচায়ের পর চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । এক্ষেত্রে চূড়ান্ত পার্থি তালিকায় সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট সংস্থার তরফে । 

প্রয়োজনীয় ডুকুমেন্টস – 

আবেদন ফর্মীীৃী্।  পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার  বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে । 

আবেদনের শেষ তারিখ 05/01/2023 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.