Advertisement
দেশ

বিহারে বিষমদের বলি বেড়ে ৫৩, ‘মদ খেয়ে মারা গেলে এক পয়সাও ক্ষতিপূরণ নয়’, জানালেন নীতীশ

কোন ক্ষতিপূরণ দেয়া হবে না মদ খেয়ে মারা গেলে বিহারের মুখ্যমন্ত্রী তরফ থেকে এমনই মন্তব্য পাওয়া গেল। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন এ কথা।শুক্রবার তিনি বিধানসভায় বক্তৃতা করতে উঠে বলেন, ‘‘মদ খেয়ে কেউ মারা গেলে তাঁকে ক্ষতিপূরণ দেওয়া হবে না।” একই সঙ্গে সকলের উদ্দেশে তাঁর বার্তা, “যদি আপনি মদ খান, তবে আপনি মারা যাবেন।”

মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী মদ খাওয়ার সমর্থনে কেউ কথা বললে তাঁদের থেকে সাবধান থাকারও পরামর্শ দিয়েছেন। তার বক্তব্য এই প্রসঙ্গে,‘‘মদ খাওয়ার পক্ষে যাঁরা কথা বলছেন, তাঁরা আপনার ভাল কিছু করবে না।” অপর দিকে সারণে বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫৩। বিরোধী বিজেপি এ নিয়ে নীতীশ সরকারের কড়া সমালোচনা করেছে। গত বৃহস্পতিবারই নীতীশ বলেছিলেন, “মদ খাবেন তো মরবেন।”  বিজেপি বিধায়করা নীতীশের এই ‘অসংবেদনশীল’ বক্তব্যের বিরুদ্ধে বিধানসভায় প্রতিবাদ জানান।রাজ্যে মদ নিষিদ্ধ হওয়ার পরেও কী ভাবে এত মানুষ বিষাক্ত মদ খেয়ে মারা যাচ্ছেন, সে প্রশ্ন তোলা হচ্ছে বিরোধীদের তরফে। বিজেপি বুধবার এ নিয়ে নীতীশ কুমারের সমালোচনায় সরব হয়।এক সময় বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভে মেজাজ হারান নীতীশ। একদা জোটসঙ্গী, অধুনা বিরোধী বিজেপির বিধায়কদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “আপনারা সবাই মাতাল হয়ে গিয়েছেন।”

উল্লেখ্য মুখ্যমন্ত্রী নীতীশ ২০১৬ সালে এপ্রিল মাসে মদ নিষিদ্ধ করেছিলেন। তিনি সে সময় বিজেপির সহযোগী ছিলেন।কাগজে-কলমে বিহারে মদ পুরোপুরি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কয়েক বছরে একাধিক বার বিষমদে মৃত্যুর ঘটনা ঘটেছে বিহারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.