Advertisement
রাজ্য

প্রশ্ন ফাঁস টেটর? ‘ওঁর কাছে ফোন এলে জানানো উচিত’, শুভেন্দুর অভিযোগ প্রসঙ্গে ব্রাত্য

অভিযোগ উঠল রবিবার টেটের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার। শিক্ষামন্ত্রী পার্থ বসু সেই অভিযোগ উড়িয়ে দিলেন। রবিবার ছুটির দিনেও তিনি বিকাশ ভবনে বসে রাজ্যে টেটের ওপর নজর রাখলেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ কে অভিনন্দন জানালেন।ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে।

টেট হলো রবিবার কড়া নজরদারির মাঝে। দাবি বিরোধীদের, রাজ্য সরকার আগের টেট নিয়ে দুর্নীতির কারণেই এ বার কড়া পদক্ষেপ করেছে। ব্রাত্য বসু এই অভিযোগ মানেননি। নজরদারি আগেও ছিল বলে তিনি জানিয়েছেন।২০১২ সালে তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন যখন টেট হয়েছিল, তখনও এ রকমই ছিল নজরদারি। তবে এখন মোবাইলের মাধ্যমে পরীক্ষায় দুর্নীতি হওয়ার সম্ভাবনা বেশি। সে কারণেই বেড়েছে নজরদারি।তাঁর কথায়, ‘‘নজরদারি বেড়েছে। মিডিয়ার সংখ্যা যে ভাবে বেড়েছে, লক্ষ লক্ষ মোবাইল ঘুরছে, তাই নজর রাখতে হচ্ছে।’’ এর পরেই প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন তিনি। ব্রাত্য বলেন, ‘‘যে ছবি ঘুরছে, তা আসলে ভুয়ো প্রশ্নের। পর্ষদকে বললাম। পর্ষদ খোঁজ নিল। জানল ‘ফেক’। মমতার সরকার যাতে পরীক্ষা না নিতে পারে, তার চেষ্টা চলছে। পরীক্ষা নেওয়া গিয়েছে।’’

ব্রাত্য এর পরই মনে করিয়ে দিলেন,পরীক্ষা নেওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ্যের একাধিক দফতর।তাঁর কথায়, ‘‘এটা শুধু শিক্ষা দফতরের বিষয় নয়। এর সঙ্গে অনেক দফতর জড়িয়ে রয়েছে। স্বরাষ্ট্র দফতর রয়েছে। তথ্যপ্রযুক্তি, সাইবার অপরাধ দমন শাখা জড়িয়ে রয়েছে।’’ এত বিষয় সমন্বয় করে সুষ্ঠু ভাবে পরীক্ষা নেওয়ার জন্য তিনি ধন্যবাদ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তাঁর কথায়, ‘‘যা আগে হয়েছে, তাকে ছাপিয়ে গিয়েছে পর্ষদ। অতীতকে মনে রেখে, তাকে সংস্কার করে যে ভাবে পর্ষদ এই পরীক্ষা নিল, তাকে আমি সার্বিক অভিনন্দন জানাব। কৃতজ্ঞতা জানাব। মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতা না থাকলে এ ভাবে পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না। এ বার সাত লক্ষ জন পরীক্ষা দিয়েছেন।’’

ব্রাত্য বিজেপি বিধায়ক শুভেন্দুর কথাতেও তোপ দাগাতে ছাড়েনি।তিনি বলেন, ‘‘তাঁর কাছে যদি ফোন আসে, নম্বরগুলি আমাদের জানানো উচিত। যাতে সরকার সুষ্ঠু ভাবে পরীক্ষা নিতে পারে। এ রাজ্যেরই বিরোধী দলনেতা তিনি। রাজ্য যাতে ভাল ভাবে পরীক্ষা নিতে পারে, সেই বিষয়ে তাঁর সহযোগিতা করা দরকার। এ সব না করে ভুয়ো কতগুলি কথা বলছেন।’’

শিক্ষামন্ত্রী জানিয়েছে রবিবার টেট পরীক্ষা নিয়ে পর্ষদ কতটা করা ছিল।তিনি বলেন, ‘‘প্রত্যেক পরীক্ষার্থীর বায়োমেট্রিক ভেরিফিকেশন হচ্ছে। তল্লাশি চলছে। পরীক্ষাকেন্দ্রে দু’টি পদ্ধতিতে বায়োমেট্রিক যাচাই হচ্ছে। ফেস রিকগনিশন। অর্থাৎ মুখমণ্ডল চিনে রাখা এবং আঙুলের ছাপ রেকর্ড। এ ছাড়া পরীক্ষার্থীদের সঙ্গে থাকা মোবাইল, পেজার, ব্লুটুথ চিহ্নিত করার জন্য প্রযুক্তিগত ব্যবস্থা রয়েছে। ১৪৬০টি পরীক্ষা কেন্দ্রের কোথায় কী হচ্ছে, পর্ষদের কন্ট্রোল রুমে বসে দেখা যাচ্ছে।’’ দুর্নীতি রুখতে যে এ বার দু’টি উত্তরপত্র (ওএমআর শিট)-এর ব্যবস্থা করা হয়েছে, তা-ও মনে করিয়ে দিলেন। ব্রাত্য বলেন, ‘‘এ বার দু’টি উত্তরপত্র রয়েছে। পরীক্ষার্থীরা একটা উত্তরপত্র বাড়ি নিয়ে যাবেন। যাতে পরে মিলিয়ে দেখতে পারেন।’’ বিভিন্ন এলাকায় ২টো ৩০ মিনিট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.