Advertisement
রাজ্য

WB Govt Job Recruitment: শিশু সুরক্ষায় জেলা ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু’বছর যাবত আর্থিক খরা কাটিয়ে চলতি বছরের শুরু থেকে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে (recruitment) জোর দিয়েছে রাজ্য সরকার। ফের রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আশার খবর। এবার শিশুদের অধিকার ও সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিতে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের নারী ও শিশু কল্যান দফতর মারফৎ চাইল্ড ওয়েলফেয়ার(CHILD WELFARE COMMITTEE) কমিটির পক্ষ থেকে ডিরেক্টরেট অব চাইল্ড রাইট্স অ্যান্ড ট্রাফিকিং -এর তত্বাবধানে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন । সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অব (DIRECTORATE OF CHILD RIGHTS & TRAFFICKING) চাইল্ড রাইট্স অ্যান্ড ট্রাফিকিং এর নিয়ম মাফিক। পাশাপাশি নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বার বা সদস্য হিসাবে।
প্রথমে আসি আবেদন পদ্ধতিতে—
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
১. গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২. এক্ষেত্রে অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। আবেদন পত্রের ফর্ম পূরণ করে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের অফিসের মেল আইডি- তে অথবা সরাসরি জমা দিয়ে আসতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে।
৩.প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা কাগজে টাইপ করে
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
a. নিজের নাম——–
b. বাবার নাম———
c. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা——-
d. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স———
e. লিঙ্গ————-
d. সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি—–
e. শিক্ষাগত যোগ্যতা————-
f. প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা———-
ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রার্থীর কম্পিউটারের কাজে অভিজ্ঞতা আছে কি না তাও আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদন ফর্মের একেবারে ডান দিকে আবেদনকারী প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে।
বয়স সীমা –
আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।
এ ক্ষেত্রে আবেদকারি প্রার্থীকে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২২ এর হিসাবে করে নিতে হবে।
আবেদন ফর্মের সঙ্গে প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেগুলি হল,
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
এবার আসি শুন্যপদের যাবতীয় বিবরণে :
পদের নাম – কাউন্সিলর (Counsellor )
শূন্য পদ – ১ টি
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদন কারীকে বাংলা/ ইংরাজি/হিন্দি ভাষায় দক্ষ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে।
কাজের ধরণ- সম্পূর্ণ এই নিয়োগটি চুক্তি( contractual job) ভিত্তিক
মাসিক বেতন – ১৩,৫০০ টাকা
সব শেষে জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে :
এক্ষেত্রে আবেদন কারীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় থাকবে ৮০ নম্বরের প্রশ্ন পত্র। লিখিত পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউয়ের জন্য। তারপর প্রার্থীর জমা করা নথিপত্র ভালো ভাবে খুঁটিয়ে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর হাঁটে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.