Advertisement
অফবিট

WB ‘MID- DAY- MEAL’ : প্রকল্পে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ ,আবেদন শুরু

আবারো চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু’বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে জোর দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে জেলা ভিত্তিক মিড ডে মিল কর্মসূচীতে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট জেলা মারফৎ ‘মিড ডে মিল’ কাজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে । এবার আসুন সংক্ষিপ্ত আকারে এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,

১. আবেদন কারীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে ।
২. এক্ষেত্রে অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। আবেদন পত্রের ফর্ম পূরণ করে আবেদনকারী প্রার্থীকে সরাসরি জমা দিয়ে আসতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে।
৩.প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েব (www.jalpaiguri.gov.in ) সাইটে ঢুকে আবেদনপত্র ডাউন লোড করে নিতে হবে । বিশেষ করে ওয়েব সাইটে দেওয়া আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা কাগজে টাইপ করে
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
a. নিজের নাম——–
b. বাবার নাম———
c. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা——-
d. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স———
e. লিঙ্গ————-
d. সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি—–
e. শিক্ষাগত যোগ্যতা————-
f. প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা———-

আবেদনপত্র পাঠানোর ঠিকানা – To The Block Developement Officer, Banarhat Developement Block , P.O – Banarhat , Dist – Jalpaiguri , Pin – 735202 .

বয়স-
এক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ।
এ ক্ষেত্রে আবেদকারি প্রার্থীকে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২২ এর হিসাবে করে নিতে হবে।
আবেদন ফর্মের সঙ্গে প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেগুলি হল,
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.