Advertisement
অফবিট

তারকেশ্বর পুরসভার ডাম্পিং গ্রাউন্ড জনবসতীর পাশেই আগুন আতঙ্ক, ধোঁয়ায় অসুস্থ মানুষ

বিগত দুতিন দিন ধরেই আবর্জনা স্তুপে চলছে আগুন। পাশেই ঘন জনবসতি। এই ঘটনায় অসুস্থ অনেক মানুষ এমনকি বাদ যায়নি শিশুরাও। ইতিমধ্যে তিনজন শিশু হাসপাতালাধীন ,আতঙ্কী এলাকাবাসী। হুগলির তারকেশ্বর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ সুরাহা মেলেনি একাধিকবার অভিযোগ জানিও।

স্থানীয় বাসিন্দারা জানান দু-তিন দিন আগে ডাম্পিং গ্রাউন্ডে আগুন দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে সেই আগুন বাড়তে থাকায় এলাকা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। বহু মানুষেরই শ্বাসকষ্ট শুরু হতে থাকে।বেশ কয়েকজনকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়।মঙ্গলবার গভীর রাতে আগুনের তীব্রতা দেখা দিলে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার পুলিস ও দমকল। দমকলের একটি ইঞ্জিন আগুনকে নিয়ন্ত্রণ জানানোর চেষ্টা করে।বুধবার সকালেও ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৩০ বছর ধরে এই জনবসতিপূর্ণ এলাকায় ডাম্পিং গ্রাউন্ড চিহ্নিত করে পুরসভার সমস্ত আবর্জনা ফেলা হচ্ছে।

স্থানীয়দের কথায় পুরো ভোটের আগে সেই ডাম্পিং সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দেয়া হয়। যদিও তো বাস্তবে পূর্ণ হয়নি।এর আগেও এই বিশালাকার আবর্জনার স্তূপে দুর্ঘটনার কারণে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছিল। তবুও হুঁশ নেই। এই ডাম্পিং গ্রাউন্ডের কারণে পুরসভার ১২ ও ১৩ নং ওয়ার্ডের মানুষ দুর্ভোগের শিকার।  বার পুরসভায় অভিযোগ জানানো হলেও এর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ।

মঙ্গলবার আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুর চেয়ারম্যান উত্তম কুণ্ডু।  তিনি স্থানীয়দের অসুবিধার কথা মাথা পেতে নিয়েছেন। তিনি জানান এই সমস্যা বহুদিনের সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে ,অন্যত্র জমি দেখা হচ্ছে, জমি পাওয়া গেলেই জনবসতিপূর্ণ এলাকা থেকে এই ড্যাম্পিং অন্যত্র সরিয়ে ফেলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.