Advertisement
রাজনীতিরাজ্য

মমতা-অভিষেকের কাছে আর্জিও কাজে আসল না, অবশেষে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দিলেন প্রোমোসকর-ভূপেন্দ্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘দল ভাঙানোর খেলা’ বন্ধ করার আর্জি জানিয়েছিলেন দার্জিলিঙের হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। কিন্তু এতে কোনো কাজ হয়নি। অবশেষে শনিবার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দিলেন দার্জিলিং শহর লাগোয়া ঘুম জোড়বাংলো কেন্দ্রের জিটিএ সদস্য প্রোমোসকর ব্লোন এবং পুলবাজার বিজনবাড়ির কেন্দ্রের ভূপেন্দ্র ছেত্রী।

অনীতের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে হামরো গড়ে তোলার অন্যতম কাণ্ডারি প্রোমোসকর পরে বলেন, ‘‘আমি দল ছাড়িনি। আমায় বার করে দেওয়া হয়েছে। সে যা-ই হোক, মানুষের জন্য কাজ করে যেতে চাই।’’ অজয়কে কটাক্ষ করেন অনীতও বলেন, ‘‘উনি চাইলে আমার দলে যোগ দিতে পারেন।’’

মমতা এবং অভিষেকেকে নিয়ে অজয় বলেছিলেন, ‘‘এ ভাবে দল ভাঙার রাজনীতি ঠিক নয়। আপনাদের কাছে অনুরোধ, এটা দয়া করে দেখুন৷ বহু বছর পর পাহাড়ে গণতন্ত্র ফিরেছে। বিরোধী দল হিসাবে অন্যায়ের বিরুদ্ধে সরব হব, এটাই আমাদের কাজ। আবারও ডিক্টেটরশিপে (একনায়কতন্ত্র) চলে যাচ্ছে পাহাড়।’’

নতুন দলে যোগ দিয়ে প্রোমোসকর বলেন, ‘‘আমি এক জন জয়ী প্রার্থী। মানুষ আমায় জিতিয়েছেন। তাই, তাঁদের প্রতি আমার কিছু দায়দায়িত্ব রয়েছে। সেগুলো পূরণ করতে হবে।’’ যোগদানের পর তিনি আরও বলেন, ‘‘আমি উন্নয়নের সঙ্গে আছি। অজয় আমার সঙ্গে কোনও কথা না বলেই আমাকে দল থেকে বহিষ্কার করেছেন। আমি প্রথমে দল ছাড়িনি। আমায় বহিষ্কার করা হয়েছে। কেন, তা অজয়কে জিজ্ঞেস করা হোক৷’’

হামরোর এক নেতার কথায়, ‘‘দু’জনে একে অপরের পরিপূরক ছিলেন এককালে। দল শুরুর প্রথম দিন থেকে অজয় পর্দার আড়ালে ছিলেন। সামনে থেকে কাজ করেছেন প্রোমোসকরই।’’ অন্য এক নেতার কথায়, ‘‘প্রোমোসকর অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তাঁর চলে যাওয়া বড় ধাক্কা তো বটেই। তবে সাংগঠনিক ভাবেই এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে আমাদের।’’

এদিন অনীত বলেন, ‘‘বোর্ড গঠনের পর সব দলের জয়ী প্রার্থীদের সঙ্গেই পরিচয় হয়। কথা হয়। তার মানে এটা নয় যে, আমি ওঁদের আমার দলে আসতে বলেছি। জিটিএ চিফ এগজ়িকিউটিভ হিসাবে সবার সঙ্গেই আমায় মিশতে হয়। প্রত্যেকের সঙ্গেই কাজকর্ম নিয়ে কথা বলতে হবে। এখন অনেকেই মনে করেন, যে দলের সমর্থন বেশি, সেই দল করাই ভাল। কেউ যদি উন্নয়নের স্বার্থে আমার দলে যোগ দিতে চান, তাঁকে কী ভাবে ফিরিয়ে দিই? যদি অজয় এডওয়ার্ডও আসেন, তাঁকেও স্বাগত।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.