Advertisement
খেলা

World Cup : জেনে নিন কোথায়, কখন দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? জেনে নিন পুরো সূচি

প্রসঙ্গত সাড়ে চার বছরের প্রতীক্ষার পর ফের বসছে ফিফা বিশ্বকাপের আসর। আজ থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ভারতীয় সময়ে কখন কখন ম্যাচ হবে? এই প্রথমবার বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব রয়েছে রিলায়েন্সের মালিকানাধীন ভায়াকম ১৮-এর কাছে। এই আবহে টিভিতে এবারের ফুটবল বিশ্বকাপ দেখতে হলে Sports18 এবং Sports18 HD চ্যানেল চালাতে হবে। এছাড়াও বিনামূল্যে জিও সিনেমা ডাউনলোড করে দেখা যাবে খেলা। এছাড়া ভুট অ্যাপেও দেখা যাবে খেলা।
সম্প্রতি বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আজ ২০ নভেম্বর। ভারতীয় সময়ে রাত ন’টার সময় মুখোমুখি হবে আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডর। এরপর ২১ নভেম্বর সন্ধে সাড়ে ৬টায় সোমবার অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম ইরান (গ্রুপ বি); রাত সাড়ে ৯টায় সেনেগাল বনাম নেদারল্যান্ডস (গ্রুপ এ); রাত সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ওয়েলসের (গ্রুপ বি) ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপর ২২ নভেম্বর বিকেল সাড়ে ৩টের সময় মঙ্গলবার- আর্জেন্তিনা বনাম সৌদি আরব (গ্রুপ সি); সন্ধে সাড়ে ৬টায় ডেনমার্ক বনাম টিউনিসিয়া (গ্রুপ ডি); রাত সাড়ে ৯টায় মেক্সিকো বনাম পোল্যান্ড (গ্রুপ সি); রাত সাড়ে ১২টায় ফ্রান্স বনাম অস্ট্রেলিয়ার (গ্রুপ ডি) ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৩ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টের সময় মরক্কো বনাম ক্রোয়েশিয়া (গ্রুপ এফ); সন্ধে সাড়ে ৬টায় জার্মানি বনাম জাপান (গ্রুপ ই); রাত সাড়ে ৯টায় স্পেন বনাম কোস্তারিকা (গ্রুপ ই); রাত সাড়ে ১২টায় বেলজিয়াম বনাম কানাডার (গ্রুপ এফ) ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টের সময় সুইৎজারল্যান্ড বনাম ক্যামেরুন (গ্রুপ জি); সন্ধে সাড়ে ৬টায় উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া (গ্রুপ এইচ); সন্ধে সাড়ে ৯টায় পর্তুগাল বনাম ঘানা (গ্রুপ এইচ); রাত সাড়ে ১২টায় ব্রাজিল বনাম সার্বিয়ার (গ্রুপ জি) ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৫ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টের সময় ওয়েলস্‌ বনাম ইরান (গ্রুপ বি); সন্ধে সাড়ে ৬টায় কাতার বনাম সেনেগাল (গ্রুপ এ); রাত সাড়ে ৯টায় নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর (গ্রুপ এ); রাত সাড়ে ১২টার সময় ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের (গ্রুপ বি) ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৬ নভেম্বর, শনিবার বিকেল সাড়ে ৩টের সময় টিউনিশিয়া বনাম অস্ট্রেলিয়া (গ্রুপ ডি); সন্ধে সাড়ে ৬টায় পোল্যান্ড বনাম সৌদি আরব (গ্রুপ সি); রাত সাড়ে ৯টায় ফ্রান্স বনাম ডেনমার্ক (গ্রুপ ডি); রাত সাড়ে ১২টায় আর্জেন্তিনা বনাম মেক্সিকোর (গ্রুপ সি) ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৭ নভেম্বর, রবিবার বিকেল সাড়ে ৩টের সময় জাপান বনাম কোস্তারিকা (গ্রুপ ই); সন্ধে সাড়ে ৬টায় বেলজিয়াম বনাম মরক্কো (গ্রুপ এফ); রাত সাড়ে ৯টায় ক্রোয়েশিয়া বনাম কানাডা (গ্রুপ এফ); রাত সাড়ে ১২টায় স্পেন বনাম জার্মানি (গ্রুপ ই)।
২৮ নভেম্বর, সোমবার বিকেল সাড়ে ৩টের সময় ক্যামেরুন বনাম সার্বিয়া (গ্রুপ জি); দক্ষিণ কোরিয়া বনাম ঘানা (গ্রুপ এইচ, সন্ধে সাড়ে ৬টা); রাত সাড়ে ৯টায় ব্রাজিল বনাম সুইৎজারল্যান্ড (গ্রুপ জি); রাত সাড়ে ১২টায় পর্তুগাল বনাম উরুগুয়ের (গ্রুপ এইচ) ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৯ নভেম্বর, মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় ইকুয়েডর বনাম সেনেগাল (গ্রুপ এ); রাত সাড়ে ৮টা নেদারল্যান্ডস বনাম কাতার (গ্রুপ এ); রাত সাড়ে ১২টায় ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (গ্রুপ বি); রাত সাড়ে ১২টায় ওয়েলস বনাম ইংল্যান্ডের (গ্রুপ বি) ম্যাচ অনুষ্ঠিত হবে।
৩০ নভেম্বর, বুধবার রাত সাড়ে ৮টায় টিউনিশিয়া বনাম ফ্রান্স (গ্রুপ ডি,); রাত সাড়ে ৮টায় অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক (গ্রুপ ডি); রাত সাড়ে ১২টায় পোল্যান্ড বনাম আর্জেন্তিনা (গ্রুপ সি); রাত সাড়ে ১২টায় সৌদি আরব বনাম মেক্সিকোর (গ্রুপ সি) ম্যাচ অনুষ্ঠিত হবে।
১ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম (গ্রুপ এফ); রাত সাড়ে ৮টায় কানাডা বনাম মরক্কো (গ্রুপ এফ); রাত সাড়ে ১২টায় জাপান বনাম স্পেন (গ্রুপ ই); রাত সাড়ে ১২টায় কোস্তারিকা বনাম জার্মানির (গ্রুপ ই) ম্যাচ অনুষ্ঠিত হবে।
২ ডিসেম্বর, শুক্রবার রাত সাড়ে ৮টায় দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল (গ্রুপ এইচ); রাত সাড়ে ৮টায় ঘানা বনাম উরুগুয়ে (গ্রুপ এইচ); রাত সাড়ে ১২টায় সার্বিয়া বনাম সুইৎজারল্যান্ড (গ্রুপ জি); রাত সাড়ে ১২টায় ক্যামেরুন বনাম ব্রাজিলের (গ্রুপ জি) ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে গ্রুপ লিগের ম্যাচ শেষ হওয়ার রাউন্ড অফ সিক্সটিন বা প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা হবে ৩ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত। এরপর কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে ৯ ও ১০ ডিসেম্বর। সেমিফাইনাল হবে ১৩, ১৪ ও ১৭ ডিসেম্বর। শেষে ১৮ ডিসেম্বর হবে মেগা ফাইনাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.