Advertisement
রাজ্য

জেলাভিত্তিক স্বাস্থ্যকর্মী নিয়োগ করছে রাজ্য সরকার, বেতন ২৫ হাজার

চাকরির প্রার্থীদের জন্য ফের সুখবর। শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু’বছর খড়া কাটিয়ে ফের বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের ওপর জোর দিয়েছে রাজ্য সরকার। গত কদিন আগে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর মারফত আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এক্ষেত্রে আবেদনকারীকে জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে। এই নিয়োগটি চুক্তিভিত্তিক হলেও বেতন বেশ আকর্ষণীয়। এবারে আসুন দেখে নেওয়া যাক এক নজরে আবেদনের খুঁটিনাটি তথ্য ও শূন্য পদের সংখ্যা।

WB health recruitment 2022

প্রথমেই আসা যাক শূন্য পদের সম্পর্কে –
পদের নাম- মেডিকেল অফিসার
শুন্য পদ একটি
বয়স আবেদনকারীর বয়স – ৬২ বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন – ৬o,oooটাকা
শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে অবশ্যই কোন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রী থাকতে হবে।

পদের নাম- স্টাফ নার্স
শূন্য পদ – দুটি
মাসিক বেতন – ২৫ হাজার টাকা
বয়স – আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই নার্সিং এর বিষয়(GNM/B.sc ডিগ্রী থাকা আবশ্যিক) এছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।

পদের নাম – কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
শূন্য পদ – 2 টি
মাসিক বেতন – ১৩,oooটাকা
বয়স – আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারি কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে অথবা প্রার্থীকে নার্সিং এর বিষয়(GNM/B.sc) ডিগ্রি থাকতে হবে। এছাড়াও বাংলা ভাষায় দক্ষ হতে হবে।

পদের নাম কাউন্সিলর
শূন্য পদ-একটি
মাসিক বেতন- 20,000টাকা
বয়স – আবেদনকারীর বয়স হতে হবে ২৩ থেকে ৪০ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী কে সমাজবিদ্যা সোসিওলজি অ্যান্থ্রপলজি এমএ অথবা এমএসসি পাস ডিগ্রী থাকতে হবে।

আবেদন পদ্ধতি-
1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
2. প্রথমে সংশ্লিষ্ট দপ্তর ও জেলার ওয়েবসাইট (www.wbhealth.gov.in)থেকে আবেদন ফরম ডাউনলোড করে নিতে হবে।
3. তারপরেই আবেদন ফর্মে আবেদনকারী যাবতীয় তথ্য দিতে হবে।
4. এরপর আবেদনকারী কে আবেদন ফরমে তার নিজের পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে।
5. সবশেষে আবেদনকারীকে তার নিজের সই স্ক্যান করে আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি সম্পর্কে কিছু তথ্য
আবেদনপত্র গুলিকে শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারী কে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ হলে সেই প্রার্থীদের কে তাদের প্রাসঙ্গিক কাজের বিষয় দক্ষতা জেনে নেয়া হবে।

সর্বশেষে আবেদনকারীর নথি স্ক্রুটিনি করে দেখে নেয়া হবে সেটি ঠিক কিনা তা ঠিক হলে নিয়োগপত্র তার হাতে তুলে দেওয়া হবে।
আবেদনের সময় যে নথিগুলো আবেদনকারীকে সঙ্গে রাখতে হবে তা হল-
আধার কার্ড
ভোটার কার্ড
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতার সংসদ পত্র ও
বর্তমানে একটি পাসপোর্ট সাইজের ফটো ইত্যাদি।
আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর ২০২২।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.