Advertisement
দেশরাজনীতি

বীর সেনাদের সঙ্গে দীপাবলি পালন করতে কারগিল গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২০১৪ সাল থেকে টানা ৭ বছর দেশের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরও তার অন্যথা হল না। এবার তিনি পৌঁছে গিয়েছেন কারগিল। পাশাপাশি সমগ্র দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

দিওয়ালি উপলক্ষে এদিন সকাল হতেই দেশবাসীর উদ্দেশ্যে একটি টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, “সকল দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানাই। আলোর সঙ্গে জড়িত এই উৎসব। আমাদের প্রত্যেকের জীবনে আনন্দ এবং মঙ্গলময় চেতনা আরো বৃদ্ধি করুক। পরিবার এবং বন্ধুর সঙ্গে উৎসব পালন করুন, এই কামনা করছি।”

পাশাপাশি এদিন সকাল হতেই সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করার জন্য কারগিল পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল (রবিবার) উত্তরপ্রদেশের অযোধ্যায় উৎসবে অংশ নেওয়ার পর এদিন সকালে জওয়ানদের কাছে পৌঁছে গেলেন তিনি।

প্রতি বছর দীপাবলিতে নরেন্দ্র মোদীর গন্তব্যস্থান :
২০১৪ – সিয়াচেন
২০১৫ – পঞ্জাব সীমান্ত
২০১৬ – হিমাচলের চীন সীমান্ত
২০১৭ – কাশ্মীরের গুরেজ সেক্টর
২০১৮ – হরসিল সীমান্ত
২০১৯ – কাশ্মীরের রাজৌরী এলাকা
২০২০ – লঙ্গেওয়ালা সীমান্ত
২০২১ – কাশ্মীরে নৌশেরায়
২০২২ – কারগিল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.