Advertisement
খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ, আজ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন রোহিতরা, তৈরি ভারতের প্রথম একাদশ

দীর্ঘ অপেক্ষার অবসান। আজ (রবিবার) টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করবে রোহিত শর্মারা। বাবরদের বিরুদ্ধে মাঠে নেমে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের প্রথম ম্যাচ জেতার জন্য দুই দলই মরিয়া। এই ম্যাচ নিয়ে দু’দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

ম্যাচের আগেই রিজওয়ানদের বিরুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন বিরাট কোহলিরা। অধিনায়ক রোহিত শর্মা আগেই জানিয়ে দিয়েছেন, সমস্ত পরিকল্পনা তৈরি এবং তারা এখন শুধুমাত্র মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। রোহিত শর্মার এই বক্তব্য থেকে অনেকটাই পরিষ্কার যে, ভারতীয় দল কোন ১১ জনকে নিয়ে মেলবোর্নে পাকিস্তানের মুখোমুখি হবে। দলের প্রত্যেকের ভূমিকা কি হবে অধিনায়ক সেটাও খুব স্পষ্ট করে দিয়েছেন ক্রিকেটারদের সামনে।

বিশ্বকাপের ময়দানে নামার বেশ কিছু দিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখে ভারতীয় দল। সেখানে গিয়ে তিনটি প্রস্তুতি ম্যাচও খেলে নিয়েছে রোহিতবাহিনী। যার মধ্যে দুটিতে জয় পেয়েছে ভারত। দল নিয়ে এতদিন অনেক পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রত্যেক ক্রিকেটারও দারুণ ছন্দে রয়েছেন। তাঁদের হারিয়ে প্রথম ম্যাচে জয় অনাটা ভারতের পক্ষে সহজ হবে না।

পাকিস্তানের নাসিম, শাহিন এবং হ্যারিসের ত্রিমুখী পেস আক্রমণ আজ ভারতকে সমস্যায় ফেলতে পারে। অন্যদিকে আজ আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃষ্টির জন্য ম্যাচের বেশ কিছুটা অংশ ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে মেঘলা আবহাওয়া এই পেসারদের আরও সুবিধা করে দিতে পারে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.