Advertisement
রাজ্য

অষ্টমী বা নবমীতে নয়, এখানে ৫১ জন কুমারীর পুজো হয় ত্রয়োদশীতে

আজ (শুক্রবার) দ্বাদশী। ত্রয়োদশীর দিন বোলপুরে কঙ্কালীতলায় ৫১ কুমারীকে একত্রে পুজো করা হয়। পুরাণ অনুযায়ী, সতী রূপে দেবীর ৫১টি খণ্ড হয়েছিল। সেকারণেই এদিন একান্ন কুমারীকে পুজো করা হয়। বোলপুর সংলগ্ন বিভিন্ন গ্রাম ছাড়াও শহর থেকে আসে কুমারীরা। 

ত্রয়োদশীর দিন মন্দির চত্বরে ৫১ জন কুমারীকে একসঙ্গে বসিয়ে চলে হোমযজ্ঞ, পুজাপাঠ। সবশেষে বিশেষ ভোগের আয়োজনও থাকে। প্রতবারের মতো এবছরও একান্ন কুমারীর পুজো ঘিরে জমে ওঠে একান্ন পীঠের অন্যতম কঙ্কালীতলা।

স্থানীয় সূত্রে খবর, এই পুজো শুরু হয় বিগত ৪৭ বছর আগে। কঙ্কালীতলা পঞ্চায়েতের অন্তর্গত কাপাসটিকুড়ি গ্রামের মন্দিরের পুরোহিত বুদ্ধদেব চট্টোপাধ্যায় (লাল বাবা) কঙ্কালীমায়ের স্বপ্নাদেশ পেয়ে ত্রয়োদশীর দিন এই কুমারী পুজোর প্রচলন করেছিলেন।

সেই থেকেই দুর্গাপুজোর পরের ত্রয়োদশীর দিনে এই পুজো আজও পালিত হয়ে আসছে। সতীর দেহের ৫১টি খণ্ডকে মন্ত্রের দ্বারা একত্রিত করে সঙ্কল্পের মাধ্যমে ঘট স্থাপন করে পূর্ণাঙ্গ রূপ দিয়ে কুমারীদের হোমযজ্ঞ করে পুজো করা হয়। দূর – দুরান্ত থেকে তন্ত্র সাধকরা ভিড় করেন এই সতীপীঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.